স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
দেশ এখন গভীর খাদের কিনারে, ঐক্যমত কমিশন সব কিছু করেছে, শুধু ঐক্যমত করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, বর্তমোনে যে গণভোটের দাবি উঠেছে সেটি সংসদের আগে বাস্তবায়ন হলে ঐক্যমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেয়া হবে। কিন্ত তারা সার্বভৌম না, ইলেকটেড না , সংসদ না। সংসদকে বাইপাস করে কোন আইন পাশ করা হলে সেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে।
শনিবার (১ নভেম্বর) বেলা ৪ টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এসময় দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাকসহ স্থাণীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যারিষ্টার শামীম বলেন, আমাদের ঐক্যমত কমিশন ঐক্যমত করার কোন চেষ্টা করেনি। কমিশন অনেক কিছু করেছে কিন্তু তারা একটা কাজ করেনি। তারা ঐক্যমত সৃষ্টি করেনি। ৫৬ টি নিবন্ধিত দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরির শুরু থেকৈই তারা ৩০ টি দলকে বাদ দিয়েছে। তারা যে দলগুলোকে ডেকেছে তাদের মধ্যে অনেকেরই মতবিরোধ আছে। অনেকে দাবি করছে আগে গণভোট হবে পরে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই প্রেক্ষাপটে সামনে একটা স্পষ্ট বিভাজন আমরা দেখতে পাচ্ছি। এক ভাগ ঐক্য প্রক্রিয়ায় বাদ দিয়ে দেওয়া হয়েছে। এক ভাগকে ঐক্য প্রক্রিয়া সম্পূর্ণ অংশগ্রহণ করেছে। কিন্তু পরে তা দ্বিমত পোষণ করেছে।
ব্যারিষ্টার শামীম বলেন, ‘ এই প্রেক্ষাপটে যে গণভোটের দাবি করা হচ্ছে এটা নজীরবিহীন। আমাদের দেশে যে গণভোটের আমাদের সে গণভোটের প্রভিশন নাই। গণভোটের প্রভিশন ৭২ এর অরজিনাল সংবিধানে ছিল। সেটিকে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখা যায় একটি বিল পাস হবে, ড্রাফ্ট হবে সেই বিলটি কমিটিতে যাবে।সেই বিলটি কমিটি থেকে সংসদে যাবে সংসদ থেকে আবার কমিটিতে আসবে, কমিটি থেকে আবার সংসদে যাবে। সেখানে সংশোধনীসহ আলোচনা বিলটি পাস হবে। পাস হওয়ার পর যদি সংবিধানের বেশি বেসিক স্ট্রাকচারের পরিবর্তন করতে হয় তাহলে পরে সেটা গণভোটে যাবে। সংসদ পাসের পর গণভোট হবে রাষ্ট্রপতির সম্মতির আগে।
ব্যারিষ্টার শামীম বলেন, বর্তমানে যে গণভোটের দাবিটি উঠেছে সংসদে পাশ করার আগেই এই এই দাবিটি বাস্তবায়ন হলে ঐকমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হবে। ঐক্যমত কমিশন সার্বভৌম ইলেকটেড না, সংসদ না। সংসদ কে বাইপাস করে কোন আইন পাস করা হলে কনস্টিটিউশন আরটিকাল ৭ অনুযায়ী সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে।
ব্যারিষ্টার শামীম বলেন, ‘ আমরা মনে করি দেশের এই ক্রান্তিলগ্নে এই একজন ডিআইজি অফিস থেকে পালিয়ে গেছে। প্রায় ৫০ জন ক্রসফায়ার হয়েছে। অর্থনীতি স্থিমিত হয়ে গেছে।শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে আরেকটি অনৈক্য সৃষ্টি করবে গণভোট। দেশে আর বিভাজন আমরা চাই না। দেশ বাঁচাতে হলে ঐক্যমতো সৃষ্টি করতে হবে। সবাইকে সাথে নিয়ে দেশ গড়তে হবে।
যারা দোষী তাদের বিচার করতে হবে। যারা নির্দোষ তাদেরকে কোন ট্যাগিং করা যাবে না। স্বৈরাচারের দোসর একটা নেককারজনক গালি। আপনি হয় স্বৈরাচার হবেন , না হয় স্বৈরাচার হবেন না। দোসর বলে অনেককে প্রক্রিয়া থেকে বাদ দিয়ে একটা অগণতান্ত্রিক একটা অযৌক্তিক স্বৈরাচারী সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে তিনি পার্টি কার্যালয়ে জেলা ও মহানগর নেতাকর্মীদের নিয়ে কর্মীসভায় প্রধান অথিতির ব্ক্তব্য রাখেন।##
বাতায়ন২৪ডটকম।। মেজবাহুল হিমেল।।