শঠিবাড়ী টু ছড়ান-বালুয়া রোডের উদয়পুর ধাপ বাজার এলাকায় আজ শুক্রবার ৩১ অক্টোবর সকাল দশটার দিকে এ দূর্ঘনাটি ঘটে। মৃতের নাম রমিচা বেওয়া (৮০)। তিনি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দের পাড়া (বাবুর হাট) এলাকার মৃত্যু আব্দুস ছোবহান আকন্দের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত রমিচা বেওয়ার ছেলে মেয়ে গাজীপুর এলাকায় কর্মরত থাকায় তিনি আজ তাদের দেখতে নাতি নাতীনদের সাথে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্য নিকট আত্নীয় দূর্গামতি গ্রামের মোকতার হোসেনের চার্জার অটোভ্যান যোগে শঠিবাড়ী বাস কাউন্টারে যাচ্ছিলেন।
পথিমধ্যে একই ইউনিয়নের উদয়পুর ধাপ বাজারে পৌছিলে আটোভ্যানটির চেইন পলট খেয়ে সেটি উল্টে গেলে ভ্যানে থাকা যাত্রীরা সহ তিনি ছিটকে নিচে পড়ে যান।
এতে করে রমিচা বেওয়া ঘটনাস্থলেই সঙ্গাহীন হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনেরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।