স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তাসহ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ ফেডারেল সাবাদিক ইউনিয়ন-বিএফইউজে ‘নো ওয়েজ-বোর্ড নো মিডিয়া দাবি আদায়ে দেশব্যাপি কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ ফেডারেল সাবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর অন্তর্ভূক্ত রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে ‘সাংবাদকিদের ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যূত সাংবাদিকদের পূণর্বহালসহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে আগামীকাল ১ নভেম্বর শনিবার, বেলা সাড়ে ১০ টায় থেকে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে।
উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখবেন রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশের সাংবাদিকদের অধিকার এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে রংপুর মহানগরীসহ জেলার সকল সাংবাদিকবৃন্দকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন মানববন্ধন ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক বাদশাহ ওসমানী ও সদস্য সচিব হুমায়ুন কবির মানিক।
বাতায়ন২৪ডটকম।। মমিনুল ইসলাম রিপন।। মেমোহি।।