সংবাদ শিরোনাম :
রংপুরে শুরু হলো  জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রংপুরে দুর্বৃত্তদের হামলায় হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি গুলো মেরামত করে দিচ্ছে প্রশাসন: আতঙ্ক কাটতে শুরু করেছে   উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ  সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকার যে  এজেন্ডা ঘোষণা করেছে সরকার সেটা সামাল দিতে পারছে না:  জনতার দল চেয়ারম্যান ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে: শফিকুর রহমান রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১ রংপুরে জরাজীর্ণ সড়ক সংস্কারে জানাজ ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২ সঙ্ঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা গ্রেফতার ১

‎১৮তম নিবন্ধনের গণবিজ্ঞপ্তি :একটি পত্রিকা ৫০০ থেকে ১০০০ টাকা, তবুও রংপুরে মিলছে না কপি ‎

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম

‎১৮তম শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর রংপুরে দৈনিক যুগান্তর, আমাদের বার্তা, Daily observer পত্রিকার হঠাৎ চাহিদা বেড়ে গেছে। সকাল থেকেই শহরের বিভিন্ন পত্রিকার স্টলে ভিড় জমাতে থাকেন চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীরা। সাধারণত ১২ টাকায় বিক্রি হওয়া একটি পত্রিকার কপি সকালে ৭ টাকা ১০ টাকা ২০ টাকা বিক্রি হয়। পরে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যেই ৫০০-১০০০টাকা পর্যন্ত উঠেছে।

‎রংপুর প্রেসক্লাব ও টাউন হল এলাকার পত্রিকা বিক্রির পয়েন্টগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পত্রিকা সংগ্রহ করতে পারেননি।

‎প্রেসক্লাব এলাকায় চাকরি প্রত্যাশী নুসরাত জাহান বলেন, ‘আমি বিকেল ৫টা থেকে অপেক্ষা করছি। দোকানি বললো, সব পত্রিকা বিক্রি হয়ে গেছে। পরে অন্য দোকানে গিয়ে দেখি, এক কপি ৫০০ টাকা চাচ্ছে।’

‎চাকরি প্রার্থী সুমন হাসান বলেন, ‘এই গণবিজ্ঞপ্তি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু রংপুরে পত্রিকাগুলো কোথাও পাওয়া যাচ্ছে না। অনেকে একটি পত্রিকা ৫০০-১০০০ টাকা চাচ্ছে। এত দাম দিয়ে কীভাবে কিনব? এটা তো সুযোগের অপব্যবহার।’

‎প্রেসক্লাব এলাকার হকার মজনু মিয়া বলেন, “সকাল থেকেই বিশাল চাহিদা। সাধারণত এই পত্রিকার ৫-১০ কপি বিক্রি হতো, আজ এই পত্রিকাগুলো পাইনি। আমি আসার আগে এজেন্টরা বিক্রি করে ফেলেছে। অনেকে আমার কাছে গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়া পত্রিকাগুলো চাচ্ছে। কিন্তু দিতে না পারায় ফিরে যাচ্ছে। সেনাবাহিনী আসছিল, পত্রিকা না থাকলে কোথায় থেকে দিব।”

‎নাম প্রকাশ না করার শর্তে আরেক হকার বলেন, যে পত্রিকাগুলোতে গণবিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেগুলোর একটি ৬০০ কপি, একটি ৫০ কপি রংপুরে আসে। আরেকটি পত্রিকা রংপুরে আসে না।

‎এ রিপোর্ট লেখা পর্যন্ত (৭: ৪২) প্রেসক্লাব এলাকায় শতাধিক ব্যক্তিকে জড়ো হয়ে পত্রিকা খোঁজ দেখা যায়। তাঁরা নানা আলোচনা সমালোচনা করেন।

বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com