বেরোবি’র ১৭ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

বেরোবি’র ১৭ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

স্টাফ করেপেন্ডেন্টে, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ১৭ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রংপুর সদর ছাত্র কল্যাণ পরিষদ (বেরোবী)’র আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শওকত আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে রংপুরের প্রথম শহীদ ‘শহীদ শংকু সমাজদার’ ও জুলাই আন্দোলনে রংপুরের ৫ জন শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া রংপুর সদর এলাকার (বেরোবি)’র কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com