স্টাফ করেপেন্ডেন্টে, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ১৭ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রংপুর সদর ছাত্র কল্যাণ পরিষদ (বেরোবী)’র আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে রংপুরের প্রথম শহীদ ‘শহীদ শংকু সমাজদার’ ও জুলাই আন্দোলনে রংপুরের ৫ জন শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া রংপুর সদর এলাকার (বেরোবি)’র কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।