স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বর্ণাঢ্য আয়োজন ও আলোচনাসভার মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রোকেয়া দিবস উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টা ৩০ মিনিটে স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বলেন, “বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান চিরস্মরণীয়। রোকেয়া দেখানো পথ ধরে আজ দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলেও নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে।” তিনি নারী জাগরণে বেরোবির বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান আলোচক হিসাবে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম বলেন, “লেখক হিসাবে রোকেয়া সাখাওয়াত ছিলেন বাস্তবতাবাদী, যা তাঁর রচনা ও কাজের প্রধান সূত্র। নারীকে স্বাধীন, স্বশিক্ষিত ও আত্মনির্ভর মানুষ হিসাবে প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা অনন্য।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “নারী জাগরণ, শিক্ষার প্রসার, মানবিক মর্যাদা ও সাম্যের চেতনায় রোকেয়া যে স্বপ্ন লালন করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। মহীয়সী এই নারীর নামে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তাঁর আদর্শকে ধারণ করে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ রোকেয়া দিবস উপলক্ষে প্রকাশিত ‘রোকেয়া-পাঠ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর, বাংলা একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা, রোকেয়া দিবস উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।