সংবাদ শিরোনাম :
সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি, অংশ নেবেন তারেক রহমান-ফখরুল অপারেশন ডেভিল হান্টে মহানগরসহ ২৪ ঘন্টায় রংপুর রেঞ্জে গ্রেফতার ২১ শাহ আমানত কোল্ড স্টোরেজের এমডির অনিয়ম ও আলুর অগ্রীম বুকিং এ নগদ টাকা আদায়ের অভিযোগ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে ৭ দিনের আল্টেমেটাম অপারেশন ডেভিল হান্টে মহানগরসহ রংপুর রেঞ্জে গ্রেফতার আরও ৩১ সংস্কার কার্যক্রম যেন সংকটে না পড়ে যেজন্য রাজনৈতিক সমঝোতা দরকার ফ্যাসিবাদের দোসর মঞ্চে থাকায় রংপুরে বয়কট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারীর খণ্ডিত মাথা উদ্ধারের পর তার মেয়ের লাশ দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান বয়স্কদের ছাড় দিতে হবে, ইয়ূথদের নেতৃত্বই মানতে হবে: সিনিয়র সচিব মোখলেস
রংপুরে তিস্তার পানির ন্যায্য ও মেগা প্রকল্পবাস্তবায়নের দাবিতে আন্দোলনের প্রস্তুতি

রংপুরে তিস্তার পানির ন্যায্য ও মেগা প্রকল্পবাস্তবায়নের দাবিতে আন্দোলনের প্রস্তুতি

বাতায়ন২৪ডটকম/স্পেশাল করেসপনডেন্ট।

তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য তিস্তার দুই পারে লাগাতর আন্দোলনের প্রস্তুতি সভা হয়েছে রংপুরে।

বুধবার ( ৫ জানুয়ারী) দুপুরে রংপুর চেম্বার মিলনায়তনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ ও পেশাজীবি নেতৃবৃন্দকে নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আন্দোলনের সমন্বয়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক অধ্যাপক চিন্ময় কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের জেলা সভাপতি ডা. নিখিল শংকর গুহ, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাবেদন হোসেন জুয়েল, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল ইসলাম পটু, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ,রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, পেট্রোল পাম্প মালিক সমিতির প্রচার সম্পাদক এবিএম নুরুল শামস, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) জেলা সভাপতি আমিন উদ্দিন বিএসসি প্রমুখ।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক সামসুজ্জামান সামু জানান, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারীর তিস্তার দুইপারে লাগাতর কর্মসূচির স্থান নির্ধারণ এবং সেখানে অবস্থান করে দাবি আদায়ে সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ করবো। ওই দুইদিন তিস্তার নীলফামারীর ডিমলা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত ৩১৬ কিলোমিটার দুইপারে দাবি আদায়ে সমাবেশ, নাটক, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

বাতায়ন২৪ডট/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com