রংপুর নগরীর  ইঞ্জিনিয়ার পাড়া ও কাচারী বাজারে সামুর গণসংযোগ

রংপুর নগরীর  ইঞ্জিনিয়ার পাড়া ও কাচারী বাজারে সামুর গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর বিজয় সুনিশ্চিত করতে মহানগরীসহ হাটবাজার গ্রামগঞ্জ ও পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ শুরু হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী,সাধারণ মানুষ  প্রতিদিনই  ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করছেন।
গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রংপুর মহানগরীর  নিউ ইঞ্জিনিয়ার পাড়া, সরকারি টেকনিক্যাল স্কুল মোড়, সুরভী উদ্যানের সামনে, শিক্ষা অফিস চত্বরে, কাচারী বাজার ও আদালত পাড়ায়  ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী  ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। এসময় তার গণসংযোগ দলীয় নেতাকর্মী, আইনজীবীবৃন্দ,ব্যবসায়ী, শ্রমিকসহ সাধারণ মানুষের ঢল নামে। এতে গণসংযোগ  এলাকাগুলো  ধানের শীষ, খালেদা জিয়া, তারেক জিয়া,শহীদ জিয়া ও সামু ভাই স্লোগানের মুখরিত হয়ে ওঠে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক  ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আফতাব উদ্দিন, স্পেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকিরুল ইসলাম জাকি,জেলা বিএনপির সদস্যঅ্যাডভোকেট শফি কামাল, মহানগর বিএনপির সদস্য ডা. নির্মলেন্দু গুহ রায়,রেজাউল ইসলাম লাভলু, শাহিনুর ইসলাম শাহিন, হারুনুর রশিদ, কাজি পেনন, আব্দুস সালাম, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা  অ্যাডভোকেট কনা, অ্যাডভোকেট শারমিন রনি, অ্যাডভোকেট রনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু,
জেলা জাসাস সভাপতি নুরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, অরুপ রাজ, যুবদল নেতা আব্দুল হালিম, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল  রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, সাবেক ছাত্রদল নেতা  আরিফুল ইসলাম চঞ্চল, হারুনুর রশিদ সোহেল, বিএনপি নেতা নাদিম সরকার, তারিকুল ইসলাম, হানিফুর রহমান সুজা,সহ  মহানগর বিএনপি ও জেলা বিএনপির সহ অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ, রংপুর আদালতের আইনজীবীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময়  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com