সংবাদ শিরোনাম :
ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত: ইসি সচিব 

ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত: ইসি সচিব 

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে।

আজ রোববার কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বাংলাদেশ সফরকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমনওয়েলথ মহাসচিবের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ক বৈঠকে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন অগ্রগতি এবং নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। নির্বাচন কমিশনের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে প্রতিনিধি দলকে জানানো হয় যে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত রয়েছে।’

এতে আরো বলা হয়েছে, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভোটদান ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া এগিয়ে চলছে যা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি। এ ছাড়া নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন- কান্ট্রি পোস্টাল ভোটিং) ভোট সুবিধার আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল সার্বিক ব্যবস্থা এবং কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত হয়ে আশাবাদ ব্যক্ত করেন যে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন সফল হবে।

কমিশন জানায়, নির্বাচনকে ঘিরে মিসইনফরমেশন, ডিজইনফরমেশন ও ফেক নিউজ প্রতিরোধে প্রস্তুতি নেয়া হয়েছে এবং তা চলমান থাকবে। গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য প্রদান করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

কমিশন আরো জানায় যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা কাজ করছে। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় এবং একটি সর্বজন স্বীকৃত, সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com