স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন ২৪ডটকম।।
রংপুরে শুভেচ্ছা বিনিময় আর কেক কেটে উদযাপন করা হলো দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উৎসব। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় রংপুরে পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ শওকত আলী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার মসজিদ আলী, রংপুরে এডিসি রাজস্ব আবু সাঈদ, সাংবাদিক ইউনিয়নের রংপুর বিভাগীয় সভাপতি ও দিনকালের ব্যুরো চীফ সালকুজ্জামান সালেক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভি রংপুর ব্যুরো চিফ সরকার মাজহারুল মান্নান,
দৈনিক যুগান্তরের ব্যুরো চীফ ও আমাদের প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান হাবু।
দৈনিক করতোয়া রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পি, হুমায়ুন কবির মানিক প্রমুখ।
সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় পর্বে বক্তব্য দেন, প্রেস ক্লাবের স
এ সময় প্রধান অতিথি বলেন আমরা ছোটবেলা থেকে উত্তরাঞ্চলে করতোয়া পত্রিকা পড়েছি। কারন সে সময় একদিন পরে আমরা জাতীয় পত্রিকা হাতে পেয়েছি।
করতোয়া দেশের মাটি ও মানুষের পত্রিকা। তৃণমুলের সাধারণ মানুষ এখনও করতোয়া পত্রিকা পড়েন এবং ভালবাসেন। যে কারণে এখনও স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে করতোয়া।
পত্রিকাটির আবেদন সর্বমহলে প্রশংসিত। সাংবাদিকতার মানদণ্ড মেনে পত্রিকাটি টিকে আছে। করতোয়া আজ ৫০ বছর বয়সে পা রাখলো, যা পত্রিকার ইতিহাসে একটি মাইলফলক।
বিশেষ অতিথি মেট্র পুলিশ কমিশনার মসজিদ আলী বলেন,
আগামীতে পত্রিকাটি তার সততা, বস্তুনিষ্ঠতা বজায় রেখে এগিয়ে যাবে, পাঠকের ভালবাসায় সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেইসঙ্গে তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ পত্রিকার সাথে জড়িক সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সবাই মিলে কেক কেটে করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন করেন।
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।