®জুলাই বিপ্লব একটি দলের পরিবর্তনের জন্য ছিল না, ছিল নয়া রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলামù
স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
জাতীয় নাগরিক পার্টি এমসিপির আহবায়ক অভিযোগ করে বলেছেন, আমাদের মধ্যে হতাশা রয়েছে কারণ আমরা বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যে আন্দোলন করেছিলাম, সেটা এখনো পায়নি, আমাদের আন্দোলন ছিল সুন্দর বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন, একটি দল পরিবর্তনের আন্দোলন ছিল না।
মঙ্গলবার বেলা ১১ টায় জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ব্রিফিংয়ে একথা বলেন তারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, শহীদ আবু সাঈদের আত্মদান ফ্যাসিবাদ পতনের ক্রীড়াণক। জুলাই সনদ এবং জুলাই ঘোষণা নিয়ে যে টালবাহনা শুরু হয়েছে আমরা হুঁশিয়ারী উচ্চারণ করে বলতে চাই আমাদের দাবি আদায় করেই ছাড়বো।
এর আগে সকাল সাড়ে দশটায় নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারী দক্ষিণাঞ্চল মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চল মুখপাত্র সার্ভিস আলম, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে নেতৃবৃন্দ আবু সাঈদের বাড়িতে তার বাবা-মা এবং পরিবারের লোকজনের সাথে কথা বলেন। এ সময় তারা আবু সাঈদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। কবর জিয়ারতের মাধ্যমেই শুরু হয় দেশ গড়তে জুলাই পদযাত্রা। গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেয়। পরে পলাশবাড়ী সাদুল্লাপুর সুন্দরগঞ্জ হয়ে পদযাত্রা যাবে রংপুরে। সেখান থেকে নগরীতে পদযাত্রা শেষে দিনের কর্মসূচি শেষ হবে। পরে কাউনিয়ায় পদযাত্রায় অংশ নিবেন তারা।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।