স্পেশাল করেনপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার ( ১৬ এপ্রিল) দুপুরে ক্লাশ বর্জন করে রংপুরের সকল বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা জড়ো হন সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর শাপলা চত্বরে সড়ক অবরোধ করেন। এসময় সেখানে দাবি আদায়ে নানা শ্লোগান ও বক্তব্য দেন তারা।
এসময় বক্তারা বলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখতে হবে এবং কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন এবং উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।