রংপুর প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম
শেখ হাসিনা সরকার পতনের প্রায় পাচ মাস অতিক্রম করছে রাষ্ট্রীয়সহ বেসরকারি শায়ত্বশাসিত প্রতিষ্ঠান থেকে তার নাম মুছে ফেলা হলেও ফ্যাসিবাদী হাসিনা প্রীতি যায়নি।
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম মিয়ার মাঝ থেকে। “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ’ প্রচার অব্যহত রেখেছেন তিনি । যার প্রমাণ গত বছরের ডিসেম্বর মাসের ভিডাব্লিউবি উপকারভোগীদের মাঝে বিতরণকৃত চাল বোঝাই বস্তা ।
বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া রয়েছে । গত বছরের ডিসেম্বর মাসের বিতরণকৃত চাল বোঝাই বস্তায় ফ্যাসিস্ট হাসিনার উন্নয়নের প্রচার এখনও দৃশ্যমান । চাল বোঝাই বস্তার গায়ে স্লোগান হিসেবে লেখা “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ’।
জানা গেছে উপজেলার বড় আলমপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ দুই বছর মেয়াদী ভালনারেবল উইমেন বেনিফিট ( ভি ডাব্লিউ বি) আওতায় তালিকাভুক্ত ১৭৫ জন উপকারভোগীকে ২০২৪ সালের ডিসেম্বরের ৩০ কেজি করে ১৫৫ বস্তা চাল বিতরণ করা হয়েছে । প্রতিটি বস্তার গায়ে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ’ এমন স্লোগান সংবলিত লেখা ছিলো ।
তবে এখনো ২০ জন উপকারভোগীদের ২০ বস্তা চাল ইউনিয়ন পরিষদের গোডাউনেই মজুদ রয়েছে । এতে সাধারণ মানুষসহ রাজনৈতিক মহলেও চাপা ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষের অভিযোগ, পীরগঞ্জে এখনো শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী দুষ্টুচক্ররা বসে আছেন। অভিযোগ রয়েছে গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দলীয় প্রভাব দেখিয়ে সরকারি বরাদ্দকৃত প্রকল্পের কাজ না করেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া ।
ফ্যাসিবাদের দালাল ইউপি চেয়ারম্যানের দ্রুত অপসারণসহ এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের । গত ৫ আগস্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তার দেশ ত্যাগের পর সব কিছুর পরিবর্তন হলেও এখনো নানাভাবে ঘাপটি মেরে ফ্যাসিবাদের দালালরা স্বপদে বসে থেকে একের পর এক অনিয়ম করেই যাচ্ছে ইউপি চেয়ারম্যান ।
এর আগে ওই ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে টিসিবি কার্ডে প্রকৃত উপকারভোগীদের নাম বাদ দিয়ে স্ত্রী, মা, ভাইয়ের বউসহ নিকট আত্নীয় স্বজনদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ।
ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ হলেও নেয়া হয়নি এখন পর্যন্ত কোনোই ব্যবস্থা। এতে নানা আলোচনা সমালোচনা ইউনিয়ন জুড়ে । উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের ফ্যাসিবাদের দোসর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম মিয়া( ভি ডাব্লিউ বি) তালিকাভুক্ত দারিদ্র উপকারভোগী নারীদের গত বছরের ডিসেম্বর মাসের বরাদ্দকৃত চাল প্রত্যেক উপকারভোগীদেরকে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
বিতরণকৃত প্রত্যেকটি চালের বস্তার গায়ে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ’ এমন স্লোগান লেখা ছিলো । উপকারভোগীদের মাঝে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আফরোজ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ( সচিব) আশরাফুল আলম ।
গত ৩০ ডিসেম্বরে উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগান সংবলিত লেখা চালের বস্তা, উপকারভোগীসহ ইউপি চেয়ারম্যান প্রদান করছেন সংবলিত ছবি আপলোড করা হয়েছে ।
ছবিটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে । নেটিজেনরা বলছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এখনো রক্তের দাগ শুকায়নি । অথচ ফ্যাসিবাদের দোসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া বিভিন্ন কৌশলে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার উন্নয়ন সংবলিত প্রচারণা অব্যহত রেখেছে ।
বাতায়ন২৪ডটকম