স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুরে উদযাপান হলো বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর এর ২৮ তম প্রতিষ্টা বার্ষিকী।
বুধবার ( ২৩ অক্টোবর) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এসব আয়োজনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, টিসিএসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুাথানের শহিদদের প্রতি সম্মানে দাড়িয়ে সমবেদনা ও নিরাবতা পালন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এসময় বক্তব্যরাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ সালেকুজ্জামান সালেক, একুশে টিভি রংপুর অফিস প্রধান ও সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর রংপুর অফিস প্রধান ও দৈনিক আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের উপদেষ্টা ফখরুল আনাম বেঞ্জু,
বাংলা ভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি জুয়েল আহমেদ, দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ তানবীর হোসেন আশরাফী,শিবরাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাবেক সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিড, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, টিসিএ রংপুরের সভাপতি এহসানুল হক সুমন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব মেজবাহুল হিমেল।
এসময় বক্তারা বলেন, দেশ ও জাতির উন্নয়নে ফটোসাংবাদিকদের ভূমিকা অপরিসীম। জাতির প্রয়োজনে তাঁরা সর্বদা সচেষ্ট দায়িত্ব পালন করেন। জীবনের মায়া ত্যাগ করে ফটো সাংবাদিকরা ছবি তুলে সৃষ্ঠি করেন নতুন গৌর্বোজ্জল ইতিহাস। অতিত ইতিহাস ঘাটলেই উঠে আসবে ফটো সাংবাদিকদের অসামান্য ত্যাগ। ফটোসাংবাদিকদের তোলা ছবির মাধ্যমেই দেশ ও সমাজের সুখ-দুঃখের কথা আমরা সবাই জানতে পারি। ফটো সাংবাদিকরা এই আধুনিক যুগে প্রতিনিয়ত নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুষ্ঠু সংবাদ প্রচার ও প্রসার করছে।’
অনুষ্ঠানে দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো জার্নালিস্ট উদয় চন্দ্র বর্মণকে ফুল দিয়ে বরণ করেন নেন অতিথিবৃন্দ।
বাতায়ন২৪ডটকম।।সমামা