স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরে১ হাজার ২১৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিলাতি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। জব্দ করা হয় করোলা ব্রান্ডের প্রাইভেট কার।
বুধবার ( ২ অক্টোবর) রাতে কাউনিয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে সংস্থাটি।
অভিযান পরিচালনাকারী টিমের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, গোপন সোরসিং করে টার্গেটকৃত করোলা ব্রান্ডের কারটিকে সিগনাল দিলে ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি নছিমনের সাথে ধাক্কা লাগে। এই সুযোগে ড্রাইভার পালিয়ে যায়। পরে কারটিতে তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রংপুরের গঙ্গাচড়ার জমচওড়া এলাকার বাসিন্দা রবিউল হাসান। এঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিদর্শক আলমগীর হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক দিলারা রহমান জানান, রংপুর অঞ্চলের মাদক নির্মূলে আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে। এরই মধ্যে আমরা বড় বড় মাদকের চালান উদ্ধার এবং আসামি গ্রেফতার করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। #