গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী শামীম কায়সার লিংকনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের কুঠিবাড়ি ঈদগাহ মাঠ থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল শুরু করেন। বিভিন্ন শ্লোগানসম্বলিত ফেস্টুন হাতে নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী এতে অংশ নেন। পাশাপাশি নারী কর্মীদের চোখে পড়ার মতো উপস্থিতি ছিল।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে রংপুর–ঢাকা মহাসড়কে গিয়ে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করা হয়। নেতাকর্মীরা সড়কে বসে ও শুয়ে পড়ে প্রতিবাদ জানান। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ঘোষিত প্রার্থী লিংকনের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান। তাদের অভিযোগ, বিগত আন্দোলন–সংগ্রামে শামীম কায়সার লিংকনের সক্রিয় ভূমিকা ছিল না; দীর্ঘ ১৮–১৯ বছর তিনি ঢাকা ও মালয়েশিয়ায় অবস্থান করেছেন। ফলে তাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং আসনটি হারানোর শঙ্কাও দেখা দিয়েছে।
বিক্ষোভকারীরা আরও জানান, গোবিন্দগঞ্জে বিএনপির ত্যাগী, নির্যাতিত ও জনসম্পৃক্ত একাধিক যোগ্য নেতা মনোনয়নের প্রত্যাশী ছিলেন। তাই জনপ্রিয় ও গ্রহণযোগ্য নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
বিক্ষোভ মিছিলের আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, পৌর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মী সমর্থক জাকিরুল ইসলাম,রয়েল, আনামত হোসেন, সাদিকুল ইসলাম, শরিফ,সাকি ও ফারুক হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, গাইবান্ধা–৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শামীম কায়সার লিংকনকে। তবে প্রার্থী পরিবর্তনের দাবিতে গত ২৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের বরাবর লিখিত আবেদন করেন মনোনয়নবঞ্চিত ছয় নেতা—গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট ওবায়দুল হক সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন দিপু, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এবং গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু।