স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের স্যালুট দেওয়া রিকশাচালক সুজন ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিস থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর আন্দোলনের সময় আমি স্যালুট দিয়েছিলাম। সে কারণে আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা-৮ আসন।
তিনি বলেন, বিগত ৫২ বছর শ্রমজীবীরা সরকার থেকে কিছু পায়নি। তারা সব থেকে বঞ্চিত হয়েছে। বিগত ১৭ বছর যে ফ্যাসিবাদ হয়েছে, তাদের বিরুদ্ধে যে কথা বললেই গুম-খুন করা হয়েছে। এখন আমি সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছি, বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। আমরা কারও কথা পরোয়া করি না।
তিনি আরও বলেন, আমার সঙ্গে কোনো কর্মী নেই। আমার সঙ্গে সাধারণ মানুষ আছে, ছাত্ররা আছে, প্রবাসীরা আছে। আমি দাঁড়াতে চানি সংসদে। কিন্তু আমার খারাপ লেগেছে, একজন যদি এতিমের টাকা মেরে সংসদে দাঁড়াতে পারে, রিকশাওয়ালা কি দোষ করেছে? আমি জনগণের পক্ষে। রিকশাওয়ালা, শ্রমিকদের পক্ষে।
বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।