স্টাফ করেসপনডেন্ট, রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরে ইসলামী আন্দোলনের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
প্রধান অতিথি বলেন, “দেশে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলাম ভিত্তিক রাজনীতি ছাড়া প্রকৃত কল্যাণ ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।”
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো জনগণের হৃদয়ে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠা করা এবং আগামী নির্বাচনে ন্যায্যতার ভিত্তিতে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া।”
এসময় বক্তব্য দেন রাখেন মহানগর সেক্রেটারী ও রংপুর আসনের হাতপাখার এমপি প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ জিহাদী, যুব আন্দোলন নগর সভাপতি মাওলানা জয়নাল আবেদিন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নগর সেক্রেটারী মুফতি কাউসার আহমদ, ছাত্র আন্দোলন নগর সহসভাপতি আব্দুল্লাহ শেখ প্রমুখ।
এসময় নগর ও থানা পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুর-৩ সদর আসনের আওতাধীন দ্বীনি ও দ্বীন কাজে নিয়োজিত সংগঠনের নগর ও থানা শাখার দায়িত্বশীলদের অংশগ্রহণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।