থানার লুট হওয়া পিস্তল-গুলি বালুর বস্তা থেকে উদ্ধার

থানার লুট হওয়া পিস্তল-গুলি বালুর বস্তা থেকে উদ্ধার

 

স্টাফ করেসপন্ডেন্ট রাজশাহী।। বাতায়ন২৪ডটকম।।

রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার গভীর রাতে র‌্যাব-৫ এ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। র‌্যাব জানায়, ছাত্র আন্দোলনের সময় বোয়ালিয়া থানার একটি আগ্নেয়াস্ত্র লুণ্ঠন করা হয়েছিল। পরে সেটি টিকাপাড়ার একটি বালুর স্তূপের নিচে লুকিয়ে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে রাত প্রায় সাড়ে ১২টার দিকে র‌্যাব সেখানে অভিযান চালায়। পরে অভিযানে বালুর ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় পুলিশের ব্যবহৃত ৭.৬২ মি.মি. ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি তাজা গুলি। বোয়ালিয়া থানার ওসি জানান, এটি পুলিশের নিয়মিত ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে ঠিক কোন থানার অস্ত্র, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি জিডিমূলে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com