স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
ভারতীয় নাগরিক নারী টানে রংপুরে এসে সেনাবাহিনী হাতে আটক হয়েছে।
আটকৃত ভারতের নাগরিক পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের রানীনগর থানার কলবলিতলা এলাকার বাসিন্দা সোহেল আলী (৩২), পিতা- মরজেম মন্ডল, মাতা- জাহানারা বিবি, পাসপোর্ট নম্বর X3955968, বৈধ ভিসায় গত ৪ জুন ২০২৫ তারিখে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
তিনি রাজশাহীর পবা থানার ডাঙ্গীপাড়া এলাকায় অবস্থান করছিলেন তার মামাতো ভাই মো. রাফিকের বাড়িতে।
পরে, দীর্ঘদিন ধরে অনলাইনে পরিচয়ের সূত্র ধরে রংপুর মহানগরের হারাগাছ পৌরসভার সারাই উল্লাহপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোছা. সুমনা আক্তার (১৭) এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সোহেল আলী সেখানে যান।
স্থানীয়দের সন্দেহ হলে তারা সোহেলকে আটক করে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর একটি টিম সোহেল আলীকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে তাকে হারাগাছ থানায় হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে। থানা ইনচার্জ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানা গেছে। ঘটনার সময় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।