স্টাফ করেসপন্ডেট রংপুর।। বাতায়ন২৪ ডটকম।।
পবিত্র আশুরা উপলক্ষে সুন্নী সম্প্রদায়ের আয়োজনে রংপুর নগরীতে তাজিয়া মিছিল বের হয়েছে।
আজ রবিবার ৬ই জুলাই বিকেল সাড়ে তিনটায় রংপুর নগরীর স্টেশন এলাকা থেকে বর্ণাঢ্য আয়োজনে তাজিয়া মিছিল বের হয়ে জাহাজ কোম্পানির মোড় এসে শেষ হয়।
১০ই মুহাররমকে কেন্দ্র করে তাজিয়া মিছিল, মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনাসভা ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় সাজসজ্জা, আলোকসজ্জা এবং ধর্মীয় ব্যানার-পতাকায় সজ্জিতকরণ করা হয়। এছাড়াও প্রতিকি ব্যানার ফেস্টুন, লাঠি খেলা, ঢোল বাদ্যযন্ত্র নিয়ে মিছিলটিকে উৎসবমুখর করে তোলে।
সুন্নী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন বলেন, আশুরা ইসলামের ইতিহাসে এক গভীর বেদনাময় দিন ।এটি ত্যাগ, ধৈর্য এবং সত্য প্রতিষ্ঠার অনন্য প্রতীক। তারা রংপুরবাসীকে শান্তিপূর্ণ অংশগ্রহণ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার তারা সতর্ক ছিল বলে তারা জানিয়েছে।
আয়োজকদের বাবলু মিয়া বলেন আশুরার এই দিনে আমরা নবী হযরত মুহাম্মদ সাঃ এর পরিবারকে স্মরণ করি।
এদিকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য আশুরা উপলক্ষে নগরজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে মিছিল ও জনসমাগম ঘিরে সম্ভাব্য স্পর্শকাতর এলাকাগুলোতে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম বলেন, আশুরা উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে।
আশুরার দিনটি রংপুরে যেন শান্তিপূর্ণভাবে পালিত হয়, সেই প্রত্যাশা জানিয়েছে প্রশাসন ও ধর্মীয় সংগঠনসমূহ একসাথে কাজ করেছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।