সংবাদ শিরোনাম :
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার যুদ্ধের জন্য আরো ২-৩ বছর ইউরোপের সমর্থন চান জেলেনস্কি রাতে অন্ধ্রপ্রদেশ অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ রংপুরে মাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে জামিল মিয়ার মৃত্যুদন্ডাদেশ আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ হোল্ডারের বলে বোল্ড শামীম, ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ রংপুরে কর্মসূচিতে অপরিষ্কার হওয়া রাস্তা পরিষ্কার করলো যুবদল (ভিডিও)
রংপুরে ঈদের প্রধান জামায়াত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায়

রংপুরে ঈদের প্রধান জামায়াত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায়

 

স্পেশাল করেসপনডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর মহানগরীতে পবিত্র ঈদ উল ফিতর এর প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। ঈদ জামাতকে নির্বিঘ্ন করতে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ঈদের নামাজ আদায় করবেন পীরগাছায়।

 

রংপুর ইসলামিক ফাউন্ডেশন জানান, কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজিদ হোসাইন। দূর্যোগপুর্ন আবহাওয়া থাকলে একই সময় জেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

সরেজিমনে দেখা গেছে, কালেক্টরেট ঈদগাহমাঠে ১ লাখ ২০ হাজার স্কয়ার ফিটের সামিয়ানা তৈরি করা হয়েছে। মাঠের প্রধান গেটসহ মোট ৩ টি গেটে তোরণ নির্মাণ করা হয়েছে। সামনের ১২ কাতারে দেয়া হয়েছে লাল ম্যাট। এছাড়াও চুন দিয়ে কাতার তৈরি হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে পুরো মাঠ এলাকা। একসাথে এখানে ৩০ হাজার ৪০ হাজার মুসল্লী নামাজ আদায় করবেন। এবারে কালেক্টরেট মাঠে নামাজ আদায় করবেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল, এসপি আবু সাঈমসহ বিভিন্ন রাজনৈতিকব, সামাজিক , পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুসল্লীরা।

 

এছাড়াও নগরীর ৩৩ টি ওয়ার্ড ও জেলার ৮ উপজেলার ৭৬ টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মাঠে সকাল সাড়ে ৮ টা থেকে ১০ টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ৫ হাজার মসজিদ ও ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হবে।

 

অন্যদিকে রংপুরের গঙ্গাচড়ার তালকু হাবু ঈদগাহ মাঠে ৫৭ টি মসজিদের মুসল্লীরা একসাথে নামাজ আদায় করবেন।

 

আখতার নামাজ আদায় করবেন পীরগাছায়:

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ঈদের নামাজ পড়বেন পীরগাছার সাতদরগা বাজার ঈদগাহ মাঠে। সেখানে ২২ টি জামাত একত্রিত হয়ে নামাজ আদায় করবেন।

 

অন্যদিকে ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায় করতে আইনশৃঙ্খলাসহ সকল বিষয়ে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
## ছবি আছে

রংপুরে ঈদের প্রধান জামায়াত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায়

রংপুর ব্যুরো

রংপুর মহানগরীতে পবিত্র ঈদ উল ফিতর এর প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। ঈদ জামাতকে নির্বিঘ্ন করতে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ঈদের নামাজ আদায় করবেন পীরগাছায়।

 

রংপুর ইসলামিক ফাউন্ডেশন জানান, কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজিদ হোসাইন। দূর্যোগপুর্ন আবহাওয়া থাকলে একই সময় জেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

সরেজিমনে দেখা গেছে, কালেক্টরেট ঈদগাহমাঠে ১ লাখ ২০ হাজার স্কয়ার ফিটের সামিয়ানা তৈরি করা হয়েছে। মাঠের প্রধান গেটসহ মোট ৩ টি গেটে তোরণ নির্মাণ করা হয়েছে। সামনের ১২ কাতারে দেয়া হয়েছে লাল ম্যাট। এছাড়াও চুন দিয়ে কাতার তৈরি হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে পুরো মাঠ এলাকা। একসাথে এখানে ৩০ হাজার ৪০ হাজার মুসল্লী নামাজ আদায় করবেন। এবারে কালেক্টরেট মাঠে নামাজ আদায় করবেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল, এসপি আবু সাঈমসহ বিভিন্ন রাজনৈতিকব, সামাজিক , পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুসল্লীরা।

 

এছাড়াও নগরীর ৩৩ টি ওয়ার্ড ও জেলার ৮ উপজেলার ৭৬ টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মাঠে সকাল সাড়ে ৮ টা থেকে ১০ টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ৫ হাজার মসজিদ ও ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে রংপুরের গঙ্গাচড়ার তালকু হাবু ঈদগাহ মাঠে ৫৭ টি মসজিদের মুসল্লীরা একসাথে নামাজ আদায় করবেন। আখতার নামাজ আদায় করবেন পীরগাছায়:

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ঈদের নামাজ পড়বেন পীরগাছার সাতদরগা বাজার ঈদগাহ মাঠে। সেখানে ২২ টি জামাত একত্রিত হয়ে নামাজ আদায় করবেন।
অন্যদিকে ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায় করতে আইনশৃঙ্খলাসহ সকল বিষয়ে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মজিদ আলী জানান, ঈদের জামাত নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ঈদের জামাতে পুলিশ থাকবে। প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেক পোষ্ট বাড়ানো হয়েছে। মুসল্লীরা যাতে নিরাপদে ঈদগাহে আসতে ও যেতে পারেন সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ##

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মজিদ আলী জানান, ঈদের জামাত নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ঈদের জামাতে পুলিশ থাকবে। প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেক পোষ্ট বাড়ানো হয়েছে। মুসল্লীরা যাতে নিরাপদে ঈদগাহে আসতে ও যেতে পারেন সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ##
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com