সংবাদ শিরোনাম :
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার যুদ্ধের জন্য আরো ২-৩ বছর ইউরোপের সমর্থন চান জেলেনস্কি রাতে অন্ধ্রপ্রদেশ অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ রংপুরে মাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে জামিল মিয়ার মৃত্যুদন্ডাদেশ আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ হোল্ডারের বলে বোল্ড শামীম, ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ রংপুরে কর্মসূচিতে অপরিষ্কার হওয়া রাস্তা পরিষ্কার করলো যুবদল (ভিডিও)
রংপুরে মাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে জামিল মিয়ার মৃত্যুদন্ডাদেশ

রংপুরে মাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে জামিল মিয়ার মৃত্যুদন্ডাদেশ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে মাকে হত্যা করে গর্তে পূতে রাখারা ঘটনায় অভিযুক্ত ছেলেক জামিল মিয়াকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট কাউনিয়ার সিট নাজিরদহ এলাকা্য় পুত্র জামিল মিয়া ওরফে ভেলন তার মা মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখে। তিনদিন পর গন্ধ বের হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ও জিামিলকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ভাই সামসুল হক বাদি হয়ে মামলা করলে পুলিশ ২০২৩ সালের ২ ফেব্রুয়ারী। পরে ১২ জন স্বাক্ষির স্বাক্ষ্য ও জেরা গ্রহন শেষে জেলা ও দায়রা জজ আদালত মৃত্যুদন্ডাদেশ ও ২০ হাজার টাকা  জরিমানার আদেশ দেন।

এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন উপস্থিত ছিলেন।

এ ব্যপারে আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নি। কাগজপত্র পাওয়ার পর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

রাষ্ট্রপক্ষের পিপি মো. আফতাব উদ্দিন বলেন, ‘অপরাধ করলে কেউই আইনের ঊর্ধ্বে নয়। একজন মা তার মাকে হত্যার পর পুতে রাখবে লাশ এটা খুবই জঘন্য অপরাধ। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com