রংপুরে মাকে হত্যা করে গর্তে পূতে রাখারা ঘটনায় অভিযুক্ত ছেলেক জামিল মিয়াকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট কাউনিয়ার সিট নাজিরদহ এলাকা্য় পুত্র জামিল মিয়া ওরফে ভেলন তার মা মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখে। তিনদিন পর গন্ধ বের হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ও জিামিলকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ভাই সামসুল হক বাদি হয়ে মামলা করলে পুলিশ ২০২৩ সালের ২ ফেব্রুয়ারী। পরে ১২ জন স্বাক্ষির স্বাক্ষ্য ও জেরা গ্রহন শেষে জেলা ও দায়রা জজ আদালত মৃত্যুদন্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন উপস্থিত ছিলেন।
এ ব্যপারে আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নি। কাগজপত্র পাওয়ার পর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
রাষ্ট্রপক্ষের পিপি মো. আফতাব উদ্দিন বলেন, ‘অপরাধ করলে কেউই আইনের ঊর্ধ্বে নয়। একজন মা তার মাকে হত্যার পর পুতে রাখবে লাশ এটা খুবই জঘন্য অপরাধ। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।