রেজাউল ইসলাম
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ
গাইবান্ধর সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন, এ,প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ওসি ( তদন্ত) সেলিম রেজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের আরএমও ডাক্তার রাকিবুল ইসলাম , সহকারী শিক্ষা অফিসার আশিকুর রহমান, সোনারহাট দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও সাংবাদিক রেজাউল ইসলাম প্রমুখ। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী শনিবার ১৫ ই মার্চ সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংগের ভিটামিন. এ, ক্যাপসুল ৩৬১ কেন্দ্রে ৭২২ জন স্বেচ্ছাসেবক ৭৬০১১ জন শিশুকে জাতীয় ভিটামিন. এ, ক্যাপসুল খাওয়ানাে হবে।