সংবাদ শিরোনাম :
বর্তমান সরকারও আওয়ামীলীগের মতো প্যারালাল জাতীয় পার্টি করে তাদেরকে লাঙ্গল দিয়ে নির্বাচনে আনার চেষ্টা করছে: খাদ্য পরিদর্শকে পুলিশ পরিচয়ে অপহরণ: ৫ ঘন্টা পরে উদ্ধার আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী অপরাধী ধরতে ‘চিরুনি অভিযান’ শুরুর সিদ্ধান্ত চা দিতে দেরি হওয়ায় হোটেল বয় খুন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সর্বনিম্ন টিকিট ৩০০ টাকা জরুরি অবস্থা জারিতে প্রধানমন্ত্রীর এবং বিরোধী দলীয় নেতারও মতামত নিতে হবে রংপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও জেলা প্রশাসনের লালবাগে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে রংপুরে হত্যা মামলায় সাবেক আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক প্রামানিক কারাগারে  পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন, সমর্থন জামায়াতের
রংপুরে দুইদিনে অবৈধ ২৬ ইটভাটা উচ্ছেদ: মালিকদের ডিসি অফিস ঘেরাও

রংপুরে দুইদিনে অবৈধ ২৬ ইটভাটা উচ্ছেদ: মালিকদের ডিসি অফিস ঘেরাও

স্পেশাল করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে দুইদিনে ২৬টি অবৈধ লাইসেন্সবিহীন ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৪৬ টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করবে প্রশাসন। এরই মধ্যে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ এবং ডিসি অফিস ঘেরাও করে বন ও পরিবেশ উপদেস্টার কাছে স্মারকলিপি দিয়েছে মালিক সমিতি।
রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, পরিবেশগত লাইসেন্স না থাকাসহ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ না করেই বছরের পর বছর ধরে অবৈধ ইটভাটা চালু করে অবৈধভাবে ব্যবসা করছে রংপুরের বিভিন্ন উপজেলায় ১৭২ টি ইটভাটার মালিক। এতে পরিবেশ দূষনের পাশাপাশি মাটির উপরের অংশ তুলে নেয়াসহ নানা ধরণের জটিলতা দেখা দিয়েছে। সেকারণে উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
ডিসি আরও জানান, অভিযানের অংশ হিসেবে মঙ্গল ও বুধবার ( ৪ ও মার্চ) দুই দিনে সদরে ৬ টি, তারাগঞ্জে , বদরগঞ্জে ও মিঠাপুকুরে ২ টি করে, পীরগঞ্জে ৪ টি, পীরগাছায় ১ টি এবং কাউনিয়ায় ৩ টি ইটভাটা ফায়ার সার্ভিসের সহায়তায় চিমনির আগুন নিভিয়ে ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় জেলা প্রশাসন। প্রত্যেকটি স্থানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই কার্যক্রম চানালো হয়। বৃহস্পতিবার ( ৬ মাচর্চ) সরকারি প্রোগ্রাম থাকার কারণে উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে। আবারও শুক্রবার থেকে আবারও শুরু হবে উচ্ছেদ অভিযান।
ডিসি আরও জানান, আমরা চিমনি ভেঙ্গে দেয়ার পাশাপাশি কার্যক্রম বন্ধ করে দিয়েছি। কোনভাবেই অবৈধ কোন ইটভাটা চলতে দেয়া হবে না। যারা জোড় করে করার চেস্টা করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে উচ্ছদ অভিযানের মধ্যেই অভিযান বন্ধের দাবিতে বুধবার( ৫ মার্চ) দুপুরে রংপুর ডিসির কার্যালয় ঘেরাও করে ইটপ্রস্তুতকারী মালিক সমিতি। তারা বিক্ষোভের পাশাপাশি ডিসির মাধ্যমে বন ও পরিবেশ উপদেস্টার কাছে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন।
রংপুর জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক মানবিক ভাবে সময় প্রার্থনা করে জানানম এভাবে বন্ধ করে দেয়ার কারণে অনেক শ্রমিক বেকার হয়ে পড়বে। তারা পরিবার পরিজন নেয় না খেয়ে থাকবে। এছাড়াও মালিকরা বিনিয়োগ হারিয়ে পথে বসবে। ব্যাংক লোনের কিভাবে শোধ করবে। ইটভাটা বন্ধ করতে হলে সরকারকে জরিমানা দিতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন পত্রের বিধান বাতিল করতে হবে। ইটভাটাকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে।
ডিসি অফিস সূত্র জানিয়েছে, রংপুর জেলার উপজেলাগুলোতে ২৪০ টি ইটভাটা আছে। যার মধ্যে ১৭২ টিই অবৈধ।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com