স্পেশাল করেসপনডেন্ট।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর নগরীর মাহিগঞ্জের পার্শ্ববতী পীরগাছা উপজেলার গুঞ্জরখাঁ বকচি এলাকার শাহ আমানত কোল্ড স্টোরেজের এমডির অনিয়মের বিরুদ্ধে ও আলুর অগ্রীম বুকিং বাবদ নগদ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে কোল্ড স্টোরের কর্তৃপক্ষ বলছে, এমডি গাজী শরিফুল আলম খোকন যা করছেন তা প্রতিষ্ঠানের নিয়ম বর্হিভূত। যার সাথে আমাদের কোল্ড ষ্টোরেজের কোন সম্পৃক্ততা নাই। যার কোন দায়ভার আমাদের শাহ আমানত স্পেশালাইজড কোল্ড স্টোর বহন করবেনা।
গতকাল সোমবার সিটি বাজারস্থ রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন কোল্ড স্টোরেজর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তামপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান আলী মিঞা। এসময় প্রতিষ্ঠাকালীন এমডি ও পরিচালক মোবাশ্বের আলম টোনাসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কোল্ড স্টোরেজর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান আলী মিঞা বলেন, বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের সময় প্রভাব খাটিয়ে ও তার ভগ্নিপতি পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন পীরগাছা উপজেলার গুঞ্জরখাঁ বকচি এলাকার শাহ আমানত কোল্ড স্টোরেজটি দখল করেন গাজী শরিফুল আলম খোকন। এসময় চেয়ারম্যানসহ কাউকেই তিনি ঢুকতে দিতেন না। বিভিন্ন সময়ে মামলাসহ নানা হয়রানির হুমকি দিতেন। প্রতারণার মাধ্যমে তিনি অর্থ আত্মসাত করেছেন। বর্তমানে কোল্ড স্টোরেজের কথিত এমডি গাজী শরিফুল আলম খোকন পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই তার একক সিদ্ধান্তে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আলুর অগ্রীম বুকিং বাবদ নগদ টাকা আদায় করছেন। যা প্রতিষ্ঠানের নিয়ম বর্হিভূত। যার সাথে আমাদের কোল্ড ষ্টোরেজের কোন সম্পৃক্ততা নাই। যার কোন দায়ভার আমাদের শাহ আমানত স্পেশালাইজড কোল্ড স্টোর বহন করবেনা। এছাড়াও বিগত আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে তিনি অতীতে ও এ ধরনের নিয়ম বর্হিভূত কর্মকান্ডে লিপ্ত ছিলেন। তার এই ধরনের স্বেচ্ছা-চারিতার বিরুদ্ধে প্রতিবাদ করলে সে বিগত ফ্যাসিস্ট সরকারের দাপট দেখিয়ে আমাদেরকে মামলার ভয়ভীতি দেখাতেন। সে কারনে তখন তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস করতেন না। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে তার এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদ করে আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করছি। সরকারের উচ্চ মহলসহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
তিনি আরও বলেন, শাহ আমানত কোল্ডস্টোরেজের এমডি গাজী খোকনের সকল অনিয়ম ও স্বেচ্ছা-চারিতা সম্পর্কে আলু চাষি, ব্যবসায়ী, গ্রাহক এবং সাধারণ মানুষজন অবগত হবেন। তার সাথে কোন প্রচার লেনদেন করবেন না।
বাতায়ন২৪ডটকম/শরিফুল