সংবাদ শিরোনাম :
লাকির গ্রেফতারের দাবিতে রংপুরে মশাল মিছিল সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থী ও চিকিৎসকদের কর্ম বিরতি তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব ফেলবে না আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামীলীগ দোসরদের নিয়ে  বিএনপির ১৫ ইউনিয়নে পকেট কমিটি অনুমোদনের অভিযোগ রিমান্ড শেষে সাবেক এমপি আফতাব কারাগারে। সুন্দরগঞ্জে জামায়াতকর্মী হত্যা মামলায় কৃষকলীগ নেতাসহ ৪ জন কারাগারে রংপুরে দুইদিনে অবৈধ ২৬ ইটভাটা উচ্ছেদ: মালিকদের ডিসি অফিস ঘেরাও বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন তুর্ক মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা
রংপুর বিভাগে ২৪ ঘন্টায় আ’লীগ, অঙ্গ-সহযোগি সংগঠনের ২৪ নেতাকর্মী গ্রেফতার

রংপুর বিভাগে ২৪ ঘন্টায় আ’লীগ, অঙ্গ-সহযোগি সংগঠনের ২৪ নেতাকর্মী গ্রেফতার


 

বাতায়ন২৪ডটকম/স্পেশাল করেসপনডেন্ট

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলা, হত্যা, হত্যা চেস্টা ও নাশকতা এবং পরিকল্পনাকারী ও অর্থজোগানদাতার মামলায় গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলা থেকে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে গত ছয় মাসে ১৫২২ জনকে গ্রেফতার করা হলো। সোমবার ( ৫

ফেব্রুয়ারি) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম এবং অপারেশন বিভাগ থেকে পাওয়া তথ্য মতে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬ টা পর্যন্ত বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সুন্দরগঞ্জ রামজীবন ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি সাদেকুল ইসলাম সরকার, গবিন্দগঞ্জ উপজেলার কামাদাহ ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি ওহেদুল ইসলাম বকুল, পলাশবাড়ী উপজেলার আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম ওরফে লিপন, কুড়িগ্রামের পৌর ছাত্রলীগের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ , যোগাদাহ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি সবুজ আহম্মেদ, রৌমারী উপজেলার চর শোলমারী ইউনিয়নের যুবলীগের আহবায়ক সদস্য আসাদুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক শাহরিয়ার সজীব, নাগেশ্বরী উপজেলার ভিতরবন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নরেশ চন্দ বর্মণ, উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য রজব আলী, সদস্য মোসলেম উদ্দিন, যুবলীগের সহ সভাপতি শাহ নুরুজ্জামান লিটন, দিনাজপুরের আষ্করপুর ইউনিয়নের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, চেহেলাগাজী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান, আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম বাবু, বিরল উপজেলার ইউনিয়নের আওয়ামীলীগের সহ সভাপতি লতিফুর আলম, পারবর্তীপুর পৌর সভার আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাসানুল ইসলাম প্রমানিক, ফুলবাড়ী উপজেলার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল হোসেন, ফুলবাড়ী পৌর সভার আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আঃ সালাম মাস্টার, যুবলীগের সাবেক সভাপতি খাজা মঈন উদ্দিন, পঞ্চগড় সদর জেলা আওয়ামীলীগ সদস্য ইব্রাহিম হোসেন ওরফে দুলু, মারেয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম খালেক, রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা সনি।

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারে আমাদের সাঁড়াশি অভিযান চলছে। অভিযুক্ত আসামীদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com