সংবাদ শিরোনাম :
‘মানুষ মারার অধিকার, কে দিলো রে জানোয়ার’ শ্লোগানে উত্তাল রংপুর রংপুরে ভূমিহীন পরিবারের বাড়ি ঘর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পুড়িয়ে দিলেন বিএনপি নেতা রংপুরে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার, গ্রেফতার ২ আওয়ামীলীগ যে পথে বিএনপি সেই পথে, আমরা ভাই মরলো কেন তারেক রহমান জবাবদে শ্লোগান জুমার নামাজ পড়তে যাওয়ার পথে যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর বার ইউনিটের ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি? আশ্রয় কেন্দ্রে বানভাসিদের ত্রানের জন্য হাহাকার পেটে ৭ ইঞ্চি কাঁচি রেখে সেলাই, ৭ মাস পর অপসারণ দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারও শীর্ষে রংপুর মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো
রংপুরে জামায়াতের জনসভায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা

রংপুরে জামায়াতের জনসভায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 39;

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বেলা ৩ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনসভা। জনসভাকে নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

শুক্রবার (৪জুলাই) ফজরের নামাজের পর থেকেই জিলা স্কুল মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। প্রস্তুত মঞ্চসহ পুরো মাঠ। পুরো নগরী জুড়ে গেট, বিলবোর্ড, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ১২০টি মাইক ছাড়াও নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ৬০ টি এলইডি মনিটর দেয়া হয়েছে।

জনসভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার , সদ্য কারামুক্ত নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম, সাবেক এমপি ও নায়েবে আমীর অধ্যাপক মজিবর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্সিণ আমীর নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তর আমীর মোঃ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনসভার কার্যক্রম।  জনসভায় নিরাপত্তা দিতে সকল ধরণের উদ্যোগ নিয়েছে আইনশৃঙখলাবাহিনী।

 বাতায়ন ষ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com