সংবাদ শিরোনাম :
নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে রংপুরে ৫ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার হার্টে রিং পরাতে গিয়ে রোগীর মৃত্যু, মারধরের শিকার স্বজনরা (ভিডিও) ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের জকসু নির্বাচন ২২ ডিসেম্বর ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি নগরীর বাস টার্মিনাল এলাকায় রংপুর-৩ আসনের এমপি সামুর গণসংযোগ  রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ই নভেম্বর গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন : সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে
রংপুরে জামায়াতের জনসভায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা

রংপুরে জামায়াতের জনসভায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 39;

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বেলা ৩ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনসভা। জনসভাকে নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

শুক্রবার (৪জুলাই) ফজরের নামাজের পর থেকেই জিলা স্কুল মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। প্রস্তুত মঞ্চসহ পুরো মাঠ। পুরো নগরী জুড়ে গেট, বিলবোর্ড, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ১২০টি মাইক ছাড়াও নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ৬০ টি এলইডি মনিটর দেয়া হয়েছে।

জনসভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার , সদ্য কারামুক্ত নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম, সাবেক এমপি ও নায়েবে আমীর অধ্যাপক মজিবর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্সিণ আমীর নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তর আমীর মোঃ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনসভার কার্যক্রম।  জনসভায় নিরাপত্তা দিতে সকল ধরণের উদ্যোগ নিয়েছে আইনশৃঙখলাবাহিনী।

 বাতায়ন ষ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com