সংবাদ শিরোনাম :
বর্তমান সরকারও আওয়ামীলীগের মতো প্যারালাল জাতীয় পার্টি করে তাদেরকে লাঙ্গল দিয়ে নির্বাচনে আনার চেষ্টা করছে: খাদ্য পরিদর্শকে পুলিশ পরিচয়ে অপহরণ: ৫ ঘন্টা পরে উদ্ধার আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী অপরাধী ধরতে ‘চিরুনি অভিযান’ শুরুর সিদ্ধান্ত চা দিতে দেরি হওয়ায় হোটেল বয় খুন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সর্বনিম্ন টিকিট ৩০০ টাকা জরুরি অবস্থা জারিতে প্রধানমন্ত্রীর এবং বিরোধী দলীয় নেতারও মতামত নিতে হবে রংপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও জেলা প্রশাসনের লালবাগে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে রংপুরে হত্যা মামলায় সাবেক আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক প্রামানিক কারাগারে  পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন, সমর্থন জামায়াতের
পাটগ্রাম থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার

পাটগ্রাম থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার

 

স্টাফ করসপন্ডেন্ট লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে জোর করে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় যুবদল ও বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কারের কথা জানানো হয়।

এই দুজন হলেন পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হলো। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী বিভিন্ন অনাচারে জড়িত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

অন্যদিকে একই দিন রাতে অনলাইনে ছড়িয়ে পড়া আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজিরকেও দল থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজিরকে সাম্প্রতিক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর এই কাজে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com