স্টাফ করসপন্ডেন্ট লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে জোর করে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় যুবদল ও বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কারের কথা জানানো হয়।
এই দুজন হলেন পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হলো। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী বিভিন্ন অনাচারে জড়িত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
অন্যদিকে একই দিন রাতে অনলাইনে ছড়িয়ে পড়া আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজিরকেও দল থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজিরকে সাম্প্রতিক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর এই কাজে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।