বাতায়ন২৪ডটকম/স্পেশালকরেনপনডেন্ট
২৪ এর জুলাই বিপ্লবে আপামর ছাত্র-জনতার সাথে কাঁধে কাঁধে মিলিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদা।
বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা শেষে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এর আগে বিকেল ৪ টায় নগরীর শাপলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বিকন মোড়, খামার মোড়, হয়ে লালবাগে গিয়ে সমাবেশ করে। শোভাযাত্রায় শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোস্তাক আহমেদ, মহানগর সভাপতি, নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান। এরআগে সকালে জেলা শাখার উদ্যোগে মেডিকেল মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয় টাউন হলে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, সেক্রেটারি হামিদুল ইসলাম।
এসময় মহানিগর শিবির সভাপতি নুরুল হুদা বলেন, ছাত্র শিবির শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করছে। পক্ষান্তরে ছাত্রলীগ চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষনসহ অপকর্ম করে বিতারিত হয়েছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ছাত্র জনতার অধিকার আদায়ে সব সময় জবিন বাজি রাখবে ছাত্র শিবির।
নুরুল হুদা বলেন, ছাত্র শিবির আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়না। জুলাই বিপ্লবের স্পিরিটের বিরুদ্ধে যারাই যাবে। তাদেরই রূখে দিবে ছাত্র জনতা। ##
শরিফুল ইসলাম -০৬-০২-২৫