সংবাদ শিরোনাম :
আরসিবির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আরসিবির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবিকতা, স্বেচ্ছাসেবামূলক ্কাজ ও সামাজিক পরিবর্তনের প্রত্যয়ে রিয়েল চেঞ্জ অফ বাংলাদেশ (আরসিবি)-এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরসিবির কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরসিবির উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হয়।

সভাপতির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, রিয়েল চেঞ্জ অফ বাংলাদেশ (আরসিবি) একটি মানবিক মূল্যবোধে বিশ্বাসী সংগঠন। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি যে ভূমিকা রেখে চলেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরসিবির উপদেষ্টা সাংবাদিক সুদীপ্ত শামীম ও সরকার মনজুরুল মান্নান। তাঁরা তাঁদের বক্তব্যে আরসিবির দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজ উন্নয়নে এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

সংগঠনটির সাবেক সভাপতি হুমায়ুন আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন সুন্দরগঞ্জ হিউম্যান সার্ভিসের সভাপতি নুর আলম মিয়া নুর এবং বন্ধু মহল ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুজ্জামান আশিক। তাঁরা বলেন, মানবসেবা ও সামাজিক সচেতনতায় আরসিবির অবদান সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।

স্বাগত বক্তব্যে আরসিবির সভাপতি হাবিবুল্লাহ সরকার বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার সেবাকে মূল লক্ষ্য করে কাজ করছে আরসিবি। ভবিষ্যতেও সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আরও বৃহৎ পরিসরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরসিবির সহ-সভাপতি আদিল আশরাফিল আবিদ, সাংগঠনিক সম্পাদক মুহিত ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব নয়ন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনের সদস্য সাইফুল ইসলাম, সজিব মিয়া, আব্দুল লতিফ লেবু, আশাদুল ইসলাম, বিয়াদ ইসলাম, নিশাত ইসলাম, রায়হান কবির, রহিম মিয়া, কাওসার ইসলাম এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com