সংবাদ শিরোনাম :
পালিত মা হতে চান জয়া আহসান পাটগ্রাম থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে, রংপুরে জামায়াতের জনসভায়: ডাঃ শফিকুর রহমান রংপুরে জামায়াতের: নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় রংপুরে জামায়াতের জনসভায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা নির্বাচনের নামে আমাদের সামনে মূলা ঝোলানো হচ্ছে: নীলফামারী পথসভায় নাহিদ ইসলাম সৈয়দপুরে জাতীয় নাগরিক পার্টির শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত বিহারী ক্যাম্পে মতবিনিময় জাতীয় নাগরিক পার্টি ৩রা জুলাই দিনের কার্যক্রম বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে বিশাল জনসভা জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সাদুল্যাপুর অতিক্রম করে গাইবান্ধায় প্রবেশ করছে।
গৌরীপুরের সিধলং বিলে লাল শাপলার রাজত্ব

গৌরীপুরের সিধলং বিলে লাল শাপলার রাজত্ব

ফাইল ছবি

ময়মনসিংহের গৌরীপুরের সিধলং বিল ‘শাপলার রাজ্য’ নামে পরিচিত। গৌরীপুরের সিধলা ইউনিয়নের বিলটিকে ‘সিধলা বিল’ নামেও চেনে লোকে। বর্ষায় এই বিল সেজে ওঠে লাল–সাদা শাপলায়। শরতেও প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ রাখে সিধলং বিল ও এই বিল–সংলগ্ন এলাকা। তারপর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে পানি, মলিন হতে শুরু করে অপরূপ শাপলা বিলের লাবণ্য। এ সময় বিলজুড়ে দেখা যায় কৃষকদের কর্মব্যস্ততা। হেমন্তে শাপলার রাজত্ব দখল করে সবুজ ফসল।

সিধলং বিলে যেতে প্রথমেই আপনাকে ময়মনসিংহ পৌঁছাতে হবে। সেখান থেকে বাস বা সিএনজিচালিত অটোরিকশা ধরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শ্যামগঞ্জ বাজারে নামতে হবে। এই বাজার থেকে সিধলং বিলের দূরত্ব দুই কিলোমিটার। স্থানীয় বাহনেই যাওয়া যায় বিলের ধারে।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com