পঞ্চগড়ে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

পঞ্চগড়ে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

পঞ্চগড়ে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ ডিসেম্বর) বিকালে পঞ্চগড় জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক তরুণ সমাজকে আগামীর বাংলাদেশের প্রধান শক্তি হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, তরুণদেরকে অবশ্যই মাদকদ্রব্যের বিস্তার রোধে এগিয়ে এসে সমাজকে সুরক্ষিত রাখতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, পড়াশোনার পাশাপাশি তরুণদের আধুনিক জ্ঞান, দক্ষতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন নতুন বাংলাদেশ গঠনে তরুণদের উদ্যম, সততা ও দায়িত্ববোধ দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com