সংবাদ শিরোনাম :
‎১৬ বছর পর লোহানীপাড়া ইউনিয়ন  বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সিএজির ৪ দিনব্যাপী নিরীক্ষা ও হিসাবরক্ষণ বিশেষ সেবা কার্যক্রম শুরু “বাংলাদেশ হবে কোরআনের দেশ” — শিবির সেক্রেটারি লালমনিরহাটে জেলা যুবদলের (আংশিক)আহ্বায়ক কমিটি গঠন পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র : স্বরাষ্ট্র উপদেষ্টা শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ-শিবির সেক্রেটারি  সিদ্দিকের বিরুদ্ধে মারিয়া মিমের ছেলেকে নিয়ে অভিযোগ মিঠাপুকুরে মহিলা মাদক ব্যবসায়ী গাঁজা ও হিরোইন সহ গ্রেফতার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা দেশ পরিচালনা করবে:ভিসি ইসলামী বিশ্ববিদ্যালয় আওয়ামীলীগ কে নিষিদ্ধের ঘোষণায় রংপুরে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ 
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাতায়ন২৪.কম:

পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তাদের (পুলিশের) কাছে থাকা মরণাস্ত্র জমা দিতে হবে।কবে থেকে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে কেবল মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত বাস্তবায়নে তো একটু সময় লাগে।পুলিশ যখন অপারেশনে যাবে তখন কি করবে জানতে চাইলে তিনি বলেন, এপিবিএন এর কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ অপারেশনে মারণাস্ত্রের তো দরকার নেই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অন্যান্য বিষয়ের সঙ্গে পুলিশকে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি দেখবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে। শ্রমিকরা তাদের অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে তাদের সেটি করতে দেওয়া হবে না। শ্রমিকদের বৈধ দাবি অবশ্যই মালিকদের পূরণ করতে হবে। অবৈধ দাবি কোনো অবস্থায় বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঈদে গরুর হাটে চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টির খপ্পরে পরে সাধারণ মানুষ। সেজন্য আমরা নির্দেশ দিয়েছি। হাট কমিটি স্বেচ্ছাসেবক রাখে শুধু হাসিলের টাকা দিয়েছে কিনা সেটা দেখার জন্য। আমরা এবার বলেছি প্রতি হাটে ১০০ আনসার রাখতে হবে। যারা সাধারণ মানুষের নিরাপত্তা দেবে। একই সঙ্গে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। রাস্তায় যেন কোনো রকমের চাঁদাবাজি না হয়। গোয়েন্দা সংস্থাকে বলে দেয়া হয়েছে কোথাও যদি কোনো ধরনের চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com