সংবাদ শিরোনাম :
রংপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল :বিক্ষোভ মিছিল পীরগঞ্জের বৈদ্যুতিক তারের স্পর্শে একজনের মৃত্যু লালমনিরহাটের নকল ডিসি, এসপি গ্রেফতার রংপুরে নকলের ভিডিও করায় ৫ সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাংচুর পীরগঞ্জে হিরোইন সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার  ডিআইজির কাছে রংপুর রিপোর্টার্স ক্লাবের স্মারকলিপি, মামলা প্রত্যাহার ও হুমকিদাতাদের গ্রেফতার দাবি রংপুরে তিস্তা গণপদযাত্রায়:ভারত পানিকে মারনাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে: মীজা আব্বাস লালমনিরহাটে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লালমনিরহাটে মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন পীরগঞ্জে এইচ এসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নার্সিং শিক্ষার্থীদের ডিপ্লোমাকে ডিগ্রী সমমানের দাবিতে: বিক্ষোভে উত্তাল রংপুর

নার্সিং শিক্ষার্থীদের ডিপ্লোমাকে ডিগ্রী সমমানের দাবিতে: বিক্ষোভে উত্তাল রংপুর

ষ্টাফ করেনপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

‘আমরা এইচএসসির পর ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করি। এর পর তিন বছর কোর্স করি। এরপর ছয় মাস ইন্টার্নি শিপ করি। তাহলে কেন আমরা এইচএসসির সার্টিফিকেট পাবো? আমরা কেন আমাদের ন্যায্য অধিকার পাবো না? আমাদের একটাই দাবি ডিপ্লোকে ডিগ্রীর সমান করতে হবে। আমাদের এই ন্যায্য অধিকার পাবো না। ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না।’

 

রোববার (এপ্রিল) রংপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভে অংশ নিয়ে এরকম প্রশ্ন ও দাবি  জানাচ্ছিলেন রংপুর সিটি নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী আনজুমান আরা আইভিসহ তার মতো অনেকেই। তাদের সবার কণ্ঠেই ক্ষোভ। এর আগে বেলা সাড়ে ১২ টায় সরকারি বেসরকারী নার্সিং কলেজের সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে  প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এসময়  সেখানে তারা আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাই নাই। এইচএসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রী সমমান চাই। দাবি মোদের একটাই ডিপ্রোমাকে ডিগ্রী চাই। শ্লোগান দেন।

 

বিক্ষোভে অংশ নিয়ে স্নেহা নার্সিং কলেজের শিক্ষার্থী নুর বানু আখতার নিশি বলেন, আমরা একমাস যাবত মাঠে আন্দোলন করছি। কিন্তু প্রধান উপদেস্টা কেন আমাদের এই দাবি মানার ব্যাপারে ‍ উদ্যোগ নিচ্ছে না, এটা আমাদরে প্রশ্ন??’

 

মেডিহেল্প নার্সিং ইন্সটিউটের শিক্ষার্থী আনিছা খাতুন বলেন, আমাদের দাবি যদি না মানা হয়, তাহলে আমরা মার্চ টু ঢাকা করবো। ‘

 

উপমা নার্সিং কলেজের শিক্ষার্থী মশিউর রহমান জানান,  আমরা ২১ এপ্রিল থেকে কর্মসুচি পালন করছি। কিন্তু ফলাফল পাইনি। আজকের পর যদি কোন উদ্যোগ না দেখি তাহলে আমরা এমন কর্মসূচিতে আগাবো। যা স্বাস্থ্য সেবায় বিপদ ডেকে আনবে। আমরা সেবা কার্যক্রম বন্ধ করে দিবো।

 

স্নেহা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী নাসিম  ইসলাম বলেন, ‘ ড. মুহাম্মদ ইউনুস বলেছেন নার্সদের বিদেশে সম্মান করা হবে।  নার্সদের যদি দেশেই সম্মান দেয়া না হয়, তাহলে বিদেশে কি দেয়া হবে। নার্সদের অনুপ্রেরণা দিতে অবশ্যই যৌক্তিক দাবি মানতে হবে।’

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে পাওয়া তথ্য মতে, লাইভস্টক/ফরেস্ট্রি/ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং নেভাল/ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি/সার্টিফিকেট ইন মেরিন/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও ট্যুরিজমসহ চার বছর মেয়াদি বিভিন্ন স্পেশালাইজড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। শুধু নার্সিং পেশা এর ব্যতিক্রম। যা উচ্চ মাধ্যমিক পাসের পর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অধ্যয়ন করতে হয়। ফলে স্নাতক ডিগ্রির আগে যে ডিপ্লোমা ডিগ্রি অর্জিত হয় তা এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের নার্সিং পড়ার প্রবল ইচ্ছা থাকায় কর্তৃপক্ষের ভুল কার্যক্রমের কারণে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে বাধ্য হচ্ছে।

সূত্রমতে উচ্চ মাধ্যমিক পাসের পর এক গ্রুপ বিএসসি স্নাতক নার্সিং ডিগ্রি পাচ্ছে এবং অপর গ্রুপ উচ্চ মাধ্যমিক/সমমানের পাসের পর ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং নামে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক একই মানের ডিগ্রি পাচ্ছে। পরে ৪ বছর সময় নষ্ট করে বিএসসি নার্সিং ডিগ্রি নিতে হয়।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এর সদস্যসচিব মইনুল হাসান জানান, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক কোর্স শেষে আবারও এইচএসসি/সমমানের একাডেমিক সনদ প্রদান করা হচ্ছে। মৌলিক অধিকার ও জাতীয় শিক্ষানীতি লঙ্ঘন করে বৈষম্যমূলকভাবে একই মানের সনদ দেওয়া হচ্ছে। যার ফলে নতুন করে ২ বছর হাসপাতালের অভিজ্ঞতাসহ ২ বছর মেয়াদি বিএসসি নার্সিং পড়তে হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান ৪ বছর সময় নষ্ট হচ্ছে। নার্সিং কে ডিগ্রী সমমানের দিলে এই অবস্থার অবসান হবে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com