স্পেশাল করেসপনডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
উৎসবমুখর পরিবেশে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়ন কমিটি।
সোমবার গঙ্গাচড়া উপজেলা অডিটরিয়ামে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির ভোট উপলক্ষে আগে থেকেই পোস্টারসহ বিভিন্ন প্রচারণায় নামেন প্রার্থীরা। সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এর মধ্যে ৩৩৪ জন ভোটার ভোট প্রদান করেন। বাতিল হয় ১৬ টি ভোট।
নির্বাচনে মোঃ আব্দুল গফুর ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম পেয়েছেন ১৯৬ ভোট।
মোহাম্মদ নওশা মিয়া ২৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিকুজ্জামান পেয়েছেন ১৬৫ ভোট। এছাড়াও মোহাম্মদ আবুল বাসার আল বাপ্পি ১৫১ টি ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীলোকমান মিয়া পেয়েছেন ১৬০ ভোট।
ভোট উপলক্ষে উৎসবের আমেজ ছিল বিএনপি নেতাকর্মীদের মধ্যে। রাজনৈতিক দল গুলোর মধ্যে নেতা নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে এই ধরনের ভোট গ্রহণ কে ব্যতিক্রম বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচিত সাধারন সম্পাদক নওশা মিয়া জানান, হাসিনার পুলিশ বাহিনী আমাকে বাড়ি থেকে টেনেহিরে নিয়ে গিয়ে প্রমাণ করতে চেয়েছিল গঙ্গাচড়ায় বিএনপি নেই। কিন্তু এই মাটিতে বিএনপি প্রতিষ্ঠিত। একটি দলের ইউনিয়ন কমিটি যখন নির্বাচনের মাধ্যমে হয় তখন দলটিতে কি পরিমাণ গণতন্ত্র চর্চা হয় সেটা অনুমান করা যায়। আমার ওপর ভোটার রাস্তা রেখেছেন আল্লাহর রহমতে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। ভবিষ্যতেও পূর্বের মতো গঙ্গাচড়ায় বিএনপিকে প্রতিষ্ঠিত করবার জন্য যা যা করা দরকার সবকিছু করব।
নির্বাচনে প্র প্রিজাইটিং কর্মকর্তা বিএনপি’র গংগাচড়া উপজেলা দপ্তর ছেলের দায়িত্বপ্রাপ্ত সদস্য মোহাম্মদ গোলাম রব্বানী রঞ্জু জানান, বিএনপিতে একটি গণতান্ত্রিক দল সেটা এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এই ইউনিয়ন কমিটি নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠিত হলো শান্তিপূর্ণভাবে। এর মাধ্যমে গণতন্ত্রের পথে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেল।
বাতায়ন২৪ডট কম/শরিফুল ইসলাম