শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ অপরাহ্ন

শ্যামপুর চিনিকল পুণরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

শ্যামপুর চিনিকল পুণরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

সেলিম সরকার,রংপুর 

আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনে জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ।

রোববার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসক মোবাশ্বের হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারক লিপি প্রদান শেষে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সুফিয়ান বলেন, দীর্ঘ দিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন জনসভা থেকে যেন রংপুর জেলার একমাত্র প্রাচীন শিল্প প্রতিষ্ঠান মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলস্ লিঃ কে পূনঃরায় চালু করে এই এলাকার ভাত কাপড়ের ও সংস্থানের একমাত্র অবলম্বন এই প্রতিষ্ঠান কে নব উদ্যোমে চালু করার যেন ঘোষণা দেন তিনি।

এদিকে দুপুরে রংপুর নগরীর আরডিআরএস ভবনে সাক্ষাতে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপিকেও স্বারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা, শ্যামপুর চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য রংপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যাম্পুর চিনিকল। এটি ১৬৪ সালে স্থাপন কার্যক্রম শুরু করে এবং ১৯৬৭-৬৮ সালে মিৎসুবিশি জাপানী কোম্পানী কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে আখ মাড়াই কার্যক্রম শুরু করে। তখন আখ মাড়াই ক্ষমতা দৈনিক ১০৬০ মেঃ টন বাৎসরিক চিনি উৎপাদন ক্ষমতা ১০১৬১ মেঃ টন ছিলো। সর্বশেষ ২০১৯-২০ সালে মাড়াই মৌসুমে ছিলো শতকরা চিনি আহরণের হার ৬.৭৪ হিসেব অনুযায়ী বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মুল্যায়নে ২য় অবস্থানে ছিলো। এটি শেয়ার বাজারে অপলোডিংকৃত কোম্পানী। তারপও বন্ধ হয়ে যায় শ্যামপুর চিনিকলটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com