স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অভিষেক হলো “রংপুর কম্পিউটার ব্যবসায়ী সমিতির” দ্বি-বার্ষিক কমিটির পথচলা শুরু।
গত রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১০ টায় রংপুর মহানগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুর কম্পিউটার ব্যবসায়ী সমিতির অভিষেক ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার (বিসিএস) রংপুর জেলা শাখার প্রেসিডেন্ট মোকছেদুল ইসলাম মাকছুদ।
প্রধান অতিথির বক্তব্যে লিটন পারভেজ, উপস্থিত সকল ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনা করার আহবান জানিয়ে বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ব্যবসা করতে হবে। আমরা সকলে এক হয়ে ব্যবসা করতে পারলে সম্মিলিত ভাবে আমরা দেশ গড়তে পারবো। এছাড়াও তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর কম্পিউটার ব্যবসায়ী সমিতি, আহবায়ক কমিটি-২০২৫ এর আহবায়ক মুশমা কম্পিউটার এন্ড টেকনোলজির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, সদস্য সচিব রাশিদুল ইসলাম,
সদস্য মমিনুল ইসলাম (চঞ্চল) জামিল উদ্দিন ও সাইদুল হাসান (রতন)।
সভাপতির বক্তব্যে মোকছেদুল ইসলাম মাকছুদ বলেন, মহান আল্লাহতালা ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করেছেন। আমরা হালাল ব্যাবসা করবো, গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। ভালো ব্যবহার করতে পারলে আমাদের ইনকামও বাড়বে।
প্রসঙ্গত:
রংপুর কম্পিউটার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৫ এ মোট ৯৪ জন ভোটারের মধ্যে, সিলেকশনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোঃ জুলকেফল মেলোডি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান মন্ডল, সহ-সভাপতি মীর শাহ্ আরিফুজ্জামান আখলাক। সাধারণ সম্পাদক, শেখ মোঃ আনাস। সহ-সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রকি। সাংগঠনিক সম্পাদক, রাসেল আলমগীর। সহ-সাংগঠনিক সম্পাদক, আকতার হোসেন। কোষাধ্যক্ষ, মুরাদ চৌধুরী কাজল। দপ্তর সম্পাদক, মেহেদী হাসান। ধর্ম সম্পাদক, আশরাফুল ইসলাম দুলু। ক্রীড়া সম্পাদক, আমীর হামজা। আইন সম্পাদক, এ. কে. এম হারুন-অর-রশিদ। প্রচার সম্পাদক, খন্দকার নূরে আলম (রাজু)। কার্যকরী সদস্য, হাফিজুর রহমান, মিনারুল ইসলাম (টিটু)।
বাতায়ন২৪ডটকম।। হারুন-অর-রশিদ বাবু।। মেমোহি।।