সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছেন তারেক রহমান ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ
স্বাধীনতার পর থেকে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে- মুফতি রেজাউল করীম

স্বাধীনতার পর থেকে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে- মুফতি রেজাউল করীম

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার পর থেকে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তারই বাস্তবতা আমরা ইনকিলাম মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মাধ্যমে দেখতে পেলাম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর টাউন হলরুমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আইন-শৃঙ্খলাবাহিনীর সমালচনা করে তিনি বলেন, “একটা মেধাবী ছেলে, যে ন্যায়ের পক্ষে দেশের কল্যাণের পক্ষে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে সংগ্রামে যার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। নির্মমভাবে তাকে নিহত করে। তাকে যেভাবে গুলি করে হত্যা করা হলো শাহাদাত বরণ করল এটা দেশের মধ্যে কোন আইন-শৃঙ্খলা আসলে সুন্দর আছে এটা তো আমরা বলতে পারি না।”


উপদেষ্টাদের সমালচনা করে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য দিয়েছে সেটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু কিছু উপদেষ্টার ব্যাপারে আমাদের কিরকল আমাদেরও আছে। তাদের আচরণ বিধিটা এবং কথাবার্তা এটা আমাদের কাছে ভালো লাগছে না। এইজন্য আমরা বলব যারা বিতর্কিত যাদের মাঝে দেশপ্রেম নাই এই ধরনের উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। তাদের পদ থেকে সরে যাওয়া উচিত।”

তিনি আরও বলেন, “একটা স্বাধীন দেশের মধ্যে এই ধরনের একটা ঘটনা এটাকে নির্বাচন কমিশন যে বিচ্ছিন্ন ঘটনা বলছে তার এই কথাকে আমরা সেদিন ঢাকাতেও বলেছি এটা ঘৃণাসহ কারে এটা কি আমরা প্রত্যাখ্যান করছি। এটাই যদি বিচ্ছিন্ন হয় তাহলে আসলে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটা হয়। সব থেকে বড় আশ্চর্যের বিষয় হল যে খুনি সে নিয়ন্ত্রান্ত্রিক খুন করার পরে আবার বাই রোড়ে সাজানো গোছানো সে আমাদের বর্ডার পার হয়ে ভারতে কিভাবে গেল? হাদিকে খুন করার এই প্ল্যানটা কারা করলো? আর ভারতে কেনই বা খুনিদেরকে আশ্রয় দিচ্ছে। এটা কিন্তু কোন সভ্য দেশের আচরণ হওয়া উচিত না।”

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমি ভারতকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের দেশের ভিতরে যারা অরাজকতা করে, যারা খুন করে, গুম করে বিভিন্ন ধরনের অসামাজিকতা করে এদেরকে আপনারা আশ্রয় দিবেন না। কারণ এটার কোন দুনিয়ার ইতিহাস নাই। এবং কোর সভ্য দেশ পারে না। সেই হিসেবে বলবো খুনীদেরকে আপনারা ফেরত দিবেন। বিশেষ করে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, “বিচারকদেরকে আমি বলব, আপনারা আল্লাহর অস্তে যারা দুর্নীতিবাজ খুনী রয়েছে দেশে অশান্তি করে  এদেরকে আপনারা খুব সহজে ছাড় দেওয়ার ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবেন। কিন্তু কেউ কেউ আমাদের দেশটাকে অস্থিশীল করতে চায় এবং জাতীয় নির্বাচন সামনে আসতেছে সেটাকে প্রশ্নবৃদ্ধ করতে চায়। আমাদের দেশের ভিতর সুন্দর পরিবেশ না থাকে এ ব্যাপারে তারা এটা বিভিন্ন নীল নকশা অনুযায়ী পরিকল্পিত কাজটা করতেছে। এটা আমাদের দেশের জন্য যারা আমরা দেশ প্রেমিক রয়েছি এবং যারা বৈষম্য বিরোধীসহ ঈমানদার ইসলাম প্রেমিক মুসলমান এবং অন্য জাতির যারা রয়েছেন সকলে একত্রিত হয়ে দেশকে রক্ষার জন্য মানবতা কল্যাণের জন্য আমরা সবাই এক একাকার হয়ে আওয়াজ তুলতে পারি সজাগ থাকি পদক্ষেপ গ্রহণ করতে পারি  তাহলে আল্লার রহমতে এই বিচ্ছিন্ন কারীরা যারা নাকি এই বিশৃঙ্খলা তৈরি করতে চায় আল্লাহর রহমতে সফল হতে পারবে না ইনশাল্লাহ। ”

তিনি আরও বলেন, হাদীর সঙ্গে যে ঘটনা ঘটেছে আর খুনিরা আমাদের দেশের বর্ডার পার হয়ে অন্য দেশে চলে যেতে পারে অন্যান্য যারা প্রার্থীরা রয়েছে তাদেরও তো সংজ্ঞা রয়েছে। আওয়ামী লীগের সাথে যারা নির্বাচন করেছে দেশ অস্থিশীল করেছে, দিনের ভোট রাতের বাক্সে ভরিয়েছে  বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই যারা এই দেশের সাথে একত্রিত হইয়া নির্বাচন করেছে তাদের সবারে ব্যাপারে আমরা বলেছি এবারের নির্বাচনে অযোগ্য ও তারা নির্বাচন করতে পারবে না।

এর আগে সম্মেলনে প্রধান বক্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল সুলতান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলার সভাপতি এটিএম গোলাম মোস্তফা, সেক্রেটারী আমিরুজ্জামান পিয়াল, মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমী, যুব নগর সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর রংপুর জেলার সভাপতি আলিম আল আসিফ ও সভাপতিত্ব করেন মহানগর সভাপতি আবু রায়হান আল বিরুনি।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com