সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছেন তারেক রহমান ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ
মামলা পরিচালনায় সরকারি কর্মকর্তাদের আইনি জ্ঞান থাকা আবশ্যক: তথ্য ও সম্প্রচার সচিব

মামলা পরিচালনায় সরকারি কর্মকর্তাদের আইনি জ্ঞান থাকা আবশ্যক: তথ্য ও সম্প্রচার সচিব

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি স্বার্থ সমুন্নত রাখা এবং মামলার জট নিরসনে সরকারি কর্মচারীদের সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সুশৃঙ্খল সমাজ ও দক্ষ প্রশাসন গড়তে দাপ্তরিক কাজে সঠিক আইন প্রতিপালনের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ (Statement of Facts) লেখার কৌশল ও করণীয়’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, মামলা পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের আইনজীবীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে। পাশাপাশি, সঠিক তথ্য, প্রমাণ ও যুক্তি উপস্থাপনে সর্বোচ্চ সতর্ক থাকতে তিনি নির্দেশ দেন। আবশ্যক বিধিমালা ও আইন সম্পর্কে যথাযথ ধারণা থাকলে বাদি-বিবাদির ন্যায়বিচার ও ন্যায্যতা নিশ্চিত করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন। দেশকে ভালোবেসে ন্যায্যতা প্রতিষ্ঠায় ও আইন মেনে সরকারের হাত শক্তিশালীকরণে তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসাবে আমাদের দায়িত্ব হলো আইন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। তিনি বলেন, সঠিক আইনি প্রক্রিয়ায় মামলা পরিচালনা করলে সরকারি সম্পত্তি রক্ষা পাবে এবং দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতা থেকে বাঁচা সম্ভব হবে। তিনি প্রশিক্ষণার্থীদের এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে নিপুণভাবে প্রয়োগের আহ্বান জানান।

কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে সেশন পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, আইন কর্মকর্তা (জেলা জজ) মাসুদ পারভেজ, যুগ্মসচিব ড. আলম মোস্তফা, উপ সচিব শারমিন সুলতানা। বিশেষজ্ঞগণ সরকারি মামলার জবাব, এসএফ তৈরির খুঁটিনাটি ও বিভিন্ন আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

রংপুর জেলাপ্রশাসন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বিভাগে কর্মরত তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com