স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি স্বার্থ সমুন্নত রাখা এবং মামলার জট নিরসনে সরকারি কর্মচারীদের সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সুশৃঙ্খল সমাজ ও দক্ষ প্রশাসন গড়তে দাপ্তরিক কাজে সঠিক আইন প্রতিপালনের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ (Statement of Facts) লেখার কৌশল ও করণীয়’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, মামলা পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের আইনজীবীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে। পাশাপাশি, সঠিক তথ্য, প্রমাণ ও যুক্তি উপস্থাপনে সর্বোচ্চ সতর্ক থাকতে তিনি নির্দেশ দেন। আবশ্যক বিধিমালা ও আইন সম্পর্কে যথাযথ ধারণা থাকলে বাদি-বিবাদির ন্যায়বিচার ও ন্যায্যতা নিশ্চিত করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন। দেশকে ভালোবেসে ন্যায্যতা প্রতিষ্ঠায় ও আইন মেনে সরকারের হাত শক্তিশালীকরণে তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসাবে আমাদের দায়িত্ব হলো আইন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। তিনি বলেন, সঠিক আইনি প্রক্রিয়ায় মামলা পরিচালনা করলে সরকারি সম্পত্তি রক্ষা পাবে এবং দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতা থেকে বাঁচা সম্ভব হবে। তিনি প্রশিক্ষণার্থীদের এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে নিপুণভাবে প্রয়োগের আহ্বান জানান।
কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে সেশন পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, আইন কর্মকর্তা (জেলা জজ) মাসুদ পারভেজ, যুগ্মসচিব ড. আলম মোস্তফা, উপ সচিব শারমিন সুলতানা। বিশেষজ্ঞগণ সরকারি মামলার জবাব, এসএফ তৈরির খুঁটিনাটি ও বিভিন্ন আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
রংপুর জেলাপ্রশাসন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বিভাগে কর্মরত তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।