স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। হাদি যদি মারা যায় তাহলে জনতাকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান ও পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ঘোষনা দিয়েছেন ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪ টায় ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে এ আহ্বান জানানো হয়।
ফেসবুক পেইজের পোস্টে লিখেছেন, “ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।”