স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
বৃহস্পতিবার রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলায় চিরুনি অভিযান পরিচালিত হয়। অভিযানে রংপুরে ১, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে ১১, নীলফামারীতে ৭, গাইবান্ধায় ১২, দিনাজপুরে১৫, ঠাকুরগাঁওয়ে ৭ এবং পঞ্চগড় ৪ থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।
ডিআইজি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যা চেষ্টা, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা বিভিন্ন মামলার আসামি। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।