সংবাদ শিরোনাম :
রংপুরে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’এই প্রতিপাদ্যে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্ট আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু দৈহিক সুস্থতা বজায় রাখে না, বরং মনকে সতেজ ও প্রাণবন্ত রাখে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে। সরকারের এই উদ্যোগ তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। জাতীয়তাবোধ ও পারস্পরিক সহযোগিতাসুলভ মানসিকতা বৃদ্ধিতে তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া অফিসের ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, সদস্য শেখ রেজওয়ান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিযোগী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর জেলার ৮টি উপজেলা থেকে ১৬টি কলেজ ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধন খেলায় মুখোমুখি হয়েছে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ দল।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com