স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ মারুফাত হুসাইন। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত পর্বে অংশ নেন এবং আনুষ্ঠানিকভাবে রংপুর জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।
এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ (ওসি), ইউনিট ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং রংপুর জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) নাহিদ হাসান।
এছাড়া জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জ, ডিআইও ১, রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা। নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইনের যোগদানে জেলা পুলিশের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বাতায়ন২৪ডটকম।।মমিনুল ইসলাম রিপন।। মেমোহি।।