সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছেন তারেক রহমান ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ
‘বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, প্রধান সমন্বয়কারী তাপস’

‘বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, প্রধান সমন্বয়কারী তাপস’

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞ নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।

রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন।

প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতির বহু প্রশ্ন ছিল। আপনারা সত্য উদ্‌ঘাটনে যে ভূমিকা রেখেছেন, জাতি তা স্মরণে রাখবে। এই প্রতিবেদন ইতিহাসের জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে।”

কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, ঘটনার ১৬ বছর পেরিয়ে যাওয়ায় অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যায় এবং বহু সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে থাকায় তদন্ত কঠিন হয়ে পড়ে।

তিনি জানান, সাক্ষীদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ, পূর্বের তদন্ত নথি সংগ্রহ, বিভিন্ন তথ্য–উপাত্ত বিশ্লেষণ এই সব প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।

কমিশনের ফাইন্ডিংস তুলে ধরে মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল। এর প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

এছাড়া, তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের “সরাসরি দলগত সম্পৃক্ততা” পাওয়া গেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পুলিশ, র‍্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর রয়েছে চরম ব্যর্থতা। সেনাবাহিনী কেন অ্যাকশন নেয়নি—তা নিয়েও কমিশন উত্তর খুঁজেছে।”

কমিশনের মতে, ঘটনাকালে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম এবং কয়েকজন সাংবাদিক অপেশাদার আচরণ করেন। এ ছাড়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন) যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছিলেন, তাদের পরিচয় ও তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বাহিনী পরিচালনা, অভ্যন্তরীণ নিরাপত্তা, কমান্ড কাঠামো, তথ্য সংরক্ষণ এবং সংকট ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে—যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায় এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পায়।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com