সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছেন তারেক রহমান ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ
মেয়েদের অশ্লীল ছবি তোলায়, গ্রেপ্তার দুই শিক্ষক

মেয়েদের অশ্লীল ছবি তোলায়, গ্রেপ্তার দুই শিক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অশ্লীল ছবি তুলে চ্যাটবক্সে দেয়ার অপরাধে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে জাপানের নাগোয়া ও ইয়োকোহামা অঞ্চলের দুটি সরকারি স্কুলে। গ্রেপ্তারকৃত শিক্ষকদের একজন ৪২ ও অন্যজন ৩২ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, অল্প বয়সী মেয়েদের ছবি তুলে তা নিজ স্কুলের শিক্ষকদের চ্যাটবক্সে শেয়ার করার কথা স্বীকার করেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মেয়েদের আপস্কার্ট ছবি তোলেন ওই দুই শিক্ষক। পরে সেগুলো ছড়িয়ে দেন স্কুলের বিভিন্ন গ্রুপে। এসব গ্রুপে স্কুলের অন্যান্য শিক্ষকরাও রয়েছেন। সম্প্রতি যৌন অপরাধ সংস্কারের অংশ হিসেবে আপস্কার্টিং এবং যৌন কর্মকাণ্ডের গোপন চিত্রগ্রহণ নিষিদ্ধ করেছে জাপান। দেশটির স্থানীয় গণমাধ্যম আশাহি শিম্বুন এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ বছর বয়সী এক তরুণীর অপ্রীতিকর দৃশ্য ধারণের অপরাধে এক শিক্ষক গ্রেপ্তার হওয়ার পর শিক্ষদের ওই চ্যাটিং গ্রুপের বিষয়টি জানতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে ওই গ্রুপগুলো পরিচালনায় একটি অপরিচিত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের নাম উঠে এসেছে। গ্রুপগুলোতে শেয়ার করা উপাদানের মধ্যে রয়েছে, আপস্কার্ট ছবি, মেয়েদের পোশাক পরিবর্তনের দৃশ্য। ছবি এবং ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলোর বেশ কয়েকটি স্কুলে ধারণ করা হয়েছে। তবে দৃশ্যের মেয়েগুলো ওই স্কুলের কিনা সেটা স্পষ্টভাবে বুঝা যায়নি। ২০১৯ সালে একাধিক ধর্ষণ মামলায় আসামীদের খালাস দেয়া হলে ২০২৩ সালে যৌন অপরাধ সংক্রান্ত আগের আইনগুলো পরিবর্তন করে জাপান সরকার। বিশেষ করে, অপ্রাপ্ত বয়স্কদের যৌনতাবিষয়ক ছবি বা ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়। এই অপরাধে তিন বছরের জেল ও ২৮ হাজার ডলার জরিমাণার বিধান যুক্ত করা হয়।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com