বদরগন্জে গরুর বাজারে চাদাবাজ ও ফুটপাত দখল মুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান।

বদরগন্জে গরুর বাজারে চাদাবাজ ও ফুটপাত দখল মুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান।

স্টাফ করেসপডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম 

রংপুর জেলার বদরগন্জে পশু বাজারে চাদাবাজ, দালাল ও অজ্ঞান পার্টির উৎপাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে তারাগঞ্জ সেনা ক্যাম্পে অভিযোগ দেয়।

আজ ৩০ মে ২০২৫ তারিখ তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত এর নির্দেশক্রমে লেফটেন্যান্ট শরীফ আবেদ সিয়াম এর নেত্তৃত্বে একটি চৌকষ সেনাদল ও পুলিশ কে সাথে নিয়ে আজকে বিকাল ৪টায় বাজারে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৩ জন চাঁদাবাজ ও ৭১ হাজার টাকাসহ আটক করে থানায় প্রেরন করেন। সেই সাথে সকল ফুটপাত দ্রত খালি হয়ে যায়। যার ফলে তারাগঞ্জ এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে।

লেফটেন্যান্ট শরীফ আরো বলেন যে কোন পরিস্থিতিতে সেনাবাহিনী মানুষের কল্যানার্থে কাজ করে যাবে।

তিনি ফুটপাত যেনো আর এভাবে অপব্যবহার না করা হয় এই জন্যে ব্যবসায়ীদের কে সতর্ক করে দেন।

ভবিষ্যতে আর এমন জনদুর্ভোগের মত কাজ না করে।সতর্ক করে বলেন এই অঞ্চলে গরুর হাট সহ অন্যান্য বাজারে যাতে চাদাবাজি ও অন্যান্য অপরাধ কার্যক্রম না হয় সে জন্য সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহন করবে এবং যে কোন সমস্যায় ক্যাম্পে তথ্য জানানোর জন্য তারাগঞ্জ এর বিশিষ্ট ব্যবসায়ীদের উৎসাহ প্রদান করেন।

তিনি সাধারণ মানুষকে ফুটপাত ব্যবহার করার জন্য উৎসাহী হতে বলেন। পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জনগনকে আশ্বাস দেন।

বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com