সংবাদ শিরোনাম :
রংপুরে শুরু হলো  জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রংপুরে দুর্বৃত্তদের হামলায় হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি গুলো মেরামত করে দিচ্ছে প্রশাসন: আতঙ্ক কাটতে শুরু করেছে   উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ  সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকার যে  এজেন্ডা ঘোষণা করেছে সরকার সেটা সামাল দিতে পারছে না:  জনতার দল চেয়ারম্যান ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে: শফিকুর রহমান রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১ রংপুরে জরাজীর্ণ সড়ক সংস্কারে জানাজ ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২ সঙ্ঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা গ্রেফতার ১
রংপুরে ব্যবসায়ী অমিত বণিক ২ দিনের রিমান্ডে

রংপুরে ব্যবসায়ী অমিত বণিক ২ দিনের রিমান্ডে

মমিনুল ইসলাম রিপন

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেস্টা মামলা থেকে আওয়ামীলীগ নেত্রীর নাম সরাতে পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলায় গ্রেফতার আওয়ামীলীগের ব্যবসায়ী অমিত বণিককে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৭মার্চ) দুপুরে রংপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালত-১ এর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজার রহমান কড়া পুলিশী নিরাপত্বায় তাকে আদালতে তোলেন এবং ১০ দিনের রিমান্ড চান এবং বিভিন্ন যুক্তি তুলে ধরেন। অন্যদিকে অমিত বণিকের পক্ষে শুনানীতে অংশ নেন  আগামী পক্ষের আইনজীবী মাহফুজ-উন-নবী ডন, এ্যাড. মোঃ আফতাব উদ্দিন সরকার, এ্যাড. মোঃ বাইজিদ ওসমানী, এ্যাড. মোঃ কাউছার আলী, জামায়াতে রোকন, এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন (বকুল), রংপুর, ৬) এ্যাড. মোঃ রফিকুল ইসলাম (মুকুল), এ্যাড. সাবরিনা কাশেম, এ্যাড. আব্দুল কাইয়ুম মন্ডল,  এ্যাড. মোঃ আহসানুল হক মিলন, এ্যাড. সিপন সাহাসহ ২৫ জন আইনজীবী |

আদালত উভয়পক্ষের শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে অমিত বণিককে কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।

 এর আগে বৃহস্পতিবার ( ১৩ মার্চ)  অমিত বণিককে গ্রেফতার করে মহানগর ‍পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেস্টা মামলার ১৭৯ নম্বর আসামী সংরক্ষিত মহিলা এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন উত্তোলনকারী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিস্ট হিসেবে পরিচিত লিপি  খান ভরসাকে মামলা থেকে নাম বাদ দেয়া এবং সুরক্ষার জন্য পুলিশের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন পলাশ হাসান নামের এক ব্যক্তি। এসময় বাদি পলাশ হাসানকে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার কর্তৃক মারধোর ও পুলিশের রাইফেল কেড়ে নিয়ে গুলি করতে যাওয়ার অভিযোগে পুলিশ বাদি হয়ে একটি সাধারণ ডায়েরী করে। এরপর পুলিশের সদর দপ্তর থেকে শনিবার (১৫ মার্চ) এক আদেশে উপ-পুলিশ কমিশনার শিবলীকে রংপুর মহানগর থেকে  প্রত্যাহার করে সদর দপ্তরে নেয়া হয়।

অন্যদিকে রোববার ( ১৬ মার্চ) ঢাকার গুলশানের একপি ফ্লাট থেকে গ্রেফতার করা হয়  লিপি খান  ভরসাকে। তাকে রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, লিপি খান ভরসা সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন নেত্রী ছিলেন। একই সাথে ঘনিস্ট ছিলেন সাবেক মহিলা এমপি নাছিমা জামান ববির। বিগত সময়ে টিপু মুনশি এবং নাছিমা জামান ববির সাথে ছবি দিয়ে পোস্ট দিয়ে সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম থাকতেন লিপি খান ভরসা। লিপি খান ভরসার বাড়ি পাবনা। একসময় অভিজাত হোটেলে নাচগান ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তিনি। তিনি সাবেক এমপি মরহুম করিম উদ্দিন ভরসার পুত্র বধু। তার বিরুদ্ধে ভরসা পরিবারের জমিজমা জাল জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে মামলা ও ওয়ারেন্টও রয়েছে। ২০২৪ সালে সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য আওয়ামীলীগের মনোনয়ন ফরম তুলেছিলেন তিনি।

 

বাতায়ন২৪ডটকম/মোকাররবিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com