সংবাদ শিরোনাম :
রংপুরে শুরু হলো  জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রংপুরে দুর্বৃত্তদের হামলায় হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি গুলো মেরামত করে দিচ্ছে প্রশাসন: আতঙ্ক কাটতে শুরু করেছে   উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ  সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকার যে  এজেন্ডা ঘোষণা করেছে সরকার সেটা সামাল দিতে পারছে না:  জনতার দল চেয়ারম্যান ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে: শফিকুর রহমান রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১ রংপুরে জরাজীর্ণ সড়ক সংস্কারে জানাজ ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২ সঙ্ঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা গ্রেফতার ১
রংপুরে তিস্তার পানির ন্যায্য ও মেগা প্রকল্পবাস্তবায়নের দাবিতে আন্দোলনের প্রস্তুতি

রংপুরে তিস্তার পানির ন্যায্য ও মেগা প্রকল্পবাস্তবায়নের দাবিতে আন্দোলনের প্রস্তুতি

বাতায়ন২৪ডটকম/স্পেশাল করেসপনডেন্ট।

তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য তিস্তার দুই পারে লাগাতর আন্দোলনের প্রস্তুতি সভা হয়েছে রংপুরে।

বুধবার ( ৫ জানুয়ারী) দুপুরে রংপুর চেম্বার মিলনায়তনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ ও পেশাজীবি নেতৃবৃন্দকে নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আন্দোলনের সমন্বয়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক অধ্যাপক চিন্ময় কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের জেলা সভাপতি ডা. নিখিল শংকর গুহ, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাবেদন হোসেন জুয়েল, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল ইসলাম পটু, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ,রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, পেট্রোল পাম্প মালিক সমিতির প্রচার সম্পাদক এবিএম নুরুল শামস, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) জেলা সভাপতি আমিন উদ্দিন বিএসসি প্রমুখ।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক সামসুজ্জামান সামু জানান, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারীর তিস্তার দুইপারে লাগাতর কর্মসূচির স্থান নির্ধারণ এবং সেখানে অবস্থান করে দাবি আদায়ে সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ করবো। ওই দুইদিন তিস্তার নীলফামারীর ডিমলা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত ৩১৬ কিলোমিটার দুইপারে দাবি আদায়ে সমাবেশ, নাটক, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

বাতায়ন২৪ডট/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com